সুরক্ষিত সব মহিলা! নারী নিরাপত্তা জোরদার করতে বিরাট পদক্ষেপ কলকাতা পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী নিরাপত্তা। খাস কলকাতায় হাসপাতালের ভেতর এমন ঘটলে বাকি জায়গায় নারীরা কতখানি সুরক্ষিত তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই আবহে নারী নিরাপত্তা জোরদার করতে বিরাট পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

নারী সুরক্ষার জন্য কী সিদ্ধান্ত নেওয়া হল (Kolkata Police)?

শহরে মহিলারা যাতে আরও সুরক্ষিত থাকেন তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। জানা যাচ্ছে, তিলোত্তমার প্রত্যেকটি থানাকে নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। সেই সঙ্গেই অপরাধ প্রবণ এলাকায় আরও বেশি করে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। এর জন্য নেওয়া হবে বেসরকারি সংস্থার সাহায্য।

   

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নারী সুরক্ষা (Women Safety) সুনিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ধরণের এলাকাগুলিতে কেমন অপরাধ হয় সেই রেকর্ডে নজর রাখতে হবে এবং আরও বেশি করে পুলিশ মোতায়েন করতে হবে। কাজে লাগাতে হবে মহিলা পুলিশ এবং উইনার্সদের।

আরও পড়ুনঃ লাইনে দাঁড়াতে হবে না! এবার ATM থেকেই মিলবে রেশন! দুর্দান্ত উদ্যোগ রাজ্যে

জানা যাচ্ছে, সরকারি হাসপাতাল এবং মহিলা হস্টেল এলাকার সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়েছে। একইসঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) বাহিনীতে যারা আছেন, তাঁরা যাতে নজরদারির বাইরে না যেতে পারেন সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে।

Kolkata Police

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে হত্যার (RG Kar Incident) পর শহর কলকাতায় নারী সুরক্ষা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মেডিক্যাল কলেজে কেন রেস্ট রুম নেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে আরজি করকে হস্টেল তৈরির জন্য জমি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে মহিলাদের জন্য রেস্ট রুম তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর