ট্রাফিক থেকে মণ্ডপ, নাগরিকদের নিরাপত্তায় সব সামলে ‘সুপারহিরো’ কলকাতা পুলিশ

Published on:

Published on:

Kolkata Police emerge as real heroes of Durga Puja 2025, ensuring safety amid rain and crowd

বাংলা হান্ট ডেস্কঃ শবে শেষ হয়েছে শহরের সবথেকে বড় উৎসব দুর্গাপুজা। পুজোর চারটে দিন আলো, রোশনাই আর মানুষের ভিড়ে মেতে থাকে কলকাতা শহর। এখন বিজয় দশমীর পরে এখন ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। এত বড় উৎসব কাটিয়ে এখনও শহরের প্রতিটি কোণে শান্তি ও শৃঙ্খলার ছবি স্পষ্ট। কারণ তিলোত্তমার নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তারা যেন এই পুজোর সত্যিকারের ‘সুপারহিরো’। পুজোর ভিড়, বৃষ্টি, নিম্নচাপের ভ্রুকুটি, আর রাস্তায় অন্তহীন যানবাহনের চাপ, সব সামলে সফলভাবে দায়িত্ব পালন করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শহরের প্রতিটি কোণে কড়া নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)

মহালয়া থেকে শুরু করে বিজয়া পর্যন্ত শহরের প্রতিটি কোনে কোনে চোখে রেখেছে পুলিশ (Kolkata Police)। পুজোর ক’দিন ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ১২,৩৯৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেল্লেলাপনা বা বিশৃঙ্খলার অভিযোগে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পুজোমণ্ডপেও চালানো হয়েছে সাইবার অপরাধ-বিরোধী প্রচার। দর্শকদের হাতে লিফলেট বিলিয়ে সচেতন করেছে লালবাজার।

এ বছর মহালয়া থেকেই বহু পুজোমণ্ডপ খুলে গিয়েছিল। তৃতীয়া থেকে শুরু হয়েছিল জনতার ঢল। তার ওপর টানা নিম্নচাপ, মাঝে মাঝেই প্রবল বৃষ্টি। সেই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, রেন কোট, ছাতা, বুট পরে রাস্তায় নামতে হয়েছে পুলিশকে (Kolkata Police)। যানজট নিয়ন্ত্রণ থেকে দুর্ঘটনা প্রতিরোধ, সব জায়গাতেই ছিল পুলিশের করা নজরদারি। সারা পুজোয় কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়নি একজনেরও।

কার্নিভালের আগে এখনও দর্শনার্থীর ভিড়

যদিও অধিকাংশ মণ্ডপের প্রতিমা একাদশীতেই বিসর্জন হয়েছে, তবুও বড় পুজোগুলি, যেমন শ্রীভূমি, হাতিবাগান, নবীনপল্লি, ত্রিধারা, সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো।রাস্তার শোভাযাত্রা সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি ছিল পুলিশের হাতে। প্রায় দশ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল শহর জুড়ে।

Kolkata Police emerge as real heroes of Durga Puja 2025, ensuring safety amid rain and crowd

আরও পড়ুনঃ অপরাধে ‘সেফ’ কলকাতা! এনসিআরবি রিপোর্টে ফের দেশের সবচেয়ে নিরাপদ শহর তিলোত্তমা

উল্লেখ্য, এই প্রথম কলকাতার পুজোয় দেখা গিয়েছে পুলিশের (Kolkata Police) সাইবার কিয়স্ক। লালবাজারের প্রশিক্ষণপ্রাপ্ত সাইবার ভলান্টিয়াররা বিভিন্ন মণ্ডপে ঘুরে দর্শকদের সতর্ক করেছেন অনলাইন প্রতারণা ও ডিজিটাল অপরাধ সম্পর্কে। পুলিশ কমিশনার মনোজ ভর্মা নিজে একাধিক মণ্ডপে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বাইকবাহিনীর দাপট রুখতে ছোট-বড় রাস্তা জুড়ে চলেছে কড়া নাকা চেকিং। এই বছর পূজোয় কলকাতা পুলিশের নজর বিহীন নিরাপত্তায় মুগ্ধ রাজ্যবাসী।