পুলিশের অসহযোগিতার কারণেই আটকে বেলেঘাটা মেট্রোর কাজ! ক্ষোভ উগরে দিল CRS

বাংলা হান্ট ডেস্ক : রুবি-বেলেঘাটা মেট্রো (Kolkata Metro) রুটের জট কাটার নাম নেই। একটার পর একটা সমস্যায় আটকে রয়েছে মেট্রোর কাজ। আর এবার তো কলকাতা পুলিশের (Kolkata Police) উপরেই তেলেবেগুনে জ্বলে উঠলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। সেই সাথে রাজ্য সরকারকেও কাঠগড়ায় তুললেন জনককুমার গর্গ। তার অভিযোগ, মেট্রোর কাজে ক্রমাগত অসহযোগিতা করে চলেছে কলকাতা পুলিশ।

এইদিন তিনি জানিয়েছেন, নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে প্রায় ৯০ মিটার রাস্তা জুড়ে একটি ভায়াডাক্ট তৈরি করার নির্দেশ দিয়েছিল রেলওয়ে। একই সাথে তৈরি করতে হবে একটি ফুট ওভারব্রিজও। আর এইসমস্ত কিছুর জন্য সবার আগে ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। আর তাতেই নাকি গড়িমসি করছে কলকাতা পুলিশ।

সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক সম্পন্ন হয়েছে কলকাতা পুলিশের সাথে। যদিও একাধিক বৈঠকের পরেও ‘ট্র্যাফিক ব্লক’-র অনুমতি দেওয়া হয়নি। আর তাতেই নাকি আটকে রয়েছে মেট্রোর কাজ। সূত্রের খবর, সিগন্যাল ওভারল্যাপের জন্য বেলেঘাটা স্টেশনের পরে ৯০ মিটারের একটি ভায়াডাক্ট তৈরির নির্দেশ দিয়েছিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।

আরও পড়ুন : জঙ্গি হামলার জের, পাকিস্তানে কাজই বন্ধ করে দিল চিন! কর্মহীন কয়েক হাজার মানুষ

মেট্রো সূত্রে খবর, এই কাজ না হওয়া অবধি বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের তরফ থেকে ‘ট্রাফিক ব্লক’-র অনুমোদন চাইছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একদফায় চিঠি পাঠানো হয়েছিল ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনারকে।

আরও পড়ুন : কেজরির মেয়াদ শেষ! দিল্লির নয়া মুখ্যমন্ত্রী সুনীতা? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে জল্পনা

771969 beleghata to hemanta mukhopadhyay inspection th

তবে এখনও পর্যন্ত মেলেনি ‘নো-অবজেকশন সার্টিফিকেট’। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে সব ব্যবস্থা নেওয়া হয়ে গেলেও পুলিশের অসহযোগিতার কারণে বন্ধ রয়েছে কাজ। NOC না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর