এবার রূপান্তরকামীরাও চাকরি পাবে কলকাতা পুলিশে, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক কালের ঘোষণা অনুযায়ী, কলকাতা পুলিশে (Kolkata Police) এবার রূপান্তরকামীদের (Transgender) নিয়োগ প্রক্রিয়ার তোড়জোড় শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই অবশ্য এই নিয়োগের কথা জানিয়েছিলেন। ইতিমধ্যেই, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আর সেই বিজ্ঞপ্তিতেই রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের আবেদনের জন্য আহবান জানানো হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুলিশে সাব-ইনস্পেকটর (নিরস্ত্র), মহিলা সাব ইনস্পেকটর, সাব ইনস্পেকটর (সশস্ত্র) ও সার্জেন্ট পদের জন্য লোক নেওয়া হবে। মোট ৩০৯টি শূন্য পদের মধ্যে নিরস্ত্র ফোর্সের জন্য রূপান্তরকামীদের আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : RBI’র বিশেষ নির্দেশিকা এই দুই ব্যাঙ্ক’কে! অ্যাকাউন্ট থাকলে আগেভাগেই সতর্ক হয়ে যান

কলকাতা পুলিশে সাব-ইনস্পেকটর (নিরস্ত্র) পোস্টে শূন্য পদের সংখ্যা ২১২টি। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী ২০১৯ সালে রাজ্যের পক্ষ থেকে পুলিশে নিয়োগের বিষয়টি সামনে আসে। সূত্রের খবর, এই চাকরির ক্ষেত্রে মহিলাদের যে সংরক্ষণ রয়েছে, তার এক শতাংশ পদ রূপান্তরকামীদের জন্য সংরক্ষিত থাকবে।

আরোও পড়ুন : দিঘার মোহনা নিয়ে বিরাট সিদ্ধান্ত! এবার দূর হবে হাজার হাজার মানুষের সমস্যা, মুখে হাসি সবার

পাশাপাশি, উচ্চতা এবং শারীরিক সক্ষমতার মানদণ্ড রূপান্তরকামী মানুষদের জন্য পুরুষদের থেকে কম এবং মহিলাদের থেকে বেশি হবে। শুধু রূপান্তরকামী মানুষেরাই নন, রাজ্য সরকারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ। বলা বাহুল্য, নেট নাগরিকরাও রীতিমতো উচ্ছ্বসিত। মুখ খুলেছেন রাজ্যে প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ও।

JOB 3

তিনি বলেন, ‘কোথায় তো ব্যাপারটা শুরু হচ্ছে এটা খুবই ভালো কথা। বর্তমান সরকারের ইচ্ছা থাকলেও তারা হয়তো আমাদের মতো মানুষদের জন্য তেমন কিছু করতে পারেন না। কিন্তু সরকারি চাকরিতে রূপান্তরকামীদের আবেদনের অধিকার দেওয়াটুকুকে অবশ্যই সাধুবাদ জানাই।’ তবে, নিজের অভিজ্ঞতা মনে করে রূপান্তরকামী পুলিশ কর্মীদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর