বাংলার এই জায়গাতেই প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ! ভিড় জমাচ্ছেন শ’য়ে শ’য়ে মানুষ

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মৌসুম বিদায়ের কাছে। কিন্তু এখনো ইলিশ মাছের প্রতি বাঙালির টান এক রয়ে গেছে। প্রায় দুর্গাপূজা পর্যন্ত ইলিশ মাছের সাথে বাঙালির একটা মধুর সম্পর্ক থাকে। এই সময়টাতে দুপুরে খাবারের পাতে যদি ভাতের সাথে ইলিশ মাছের পদ না থাকে তাহলে মনটা খারাপ হয়ে যায় বাঙালির।

এ বছর এপার বাংলা ও ওপার প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়েছে। কিন্তু জানেন কি বাংলায় এমন এক জায়গা রয়েছে যেখানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ? ঠিকই শুনেছেন আপনারা। তবে শুধু ইলিশ মাছ বললে ভুল হবে, এই ঘাটে ইলিশ মাছ ছাড়াও বিক্রি হচ্ছে টাটকা গুচি, ট্যাংরা, পুঁটি থেকে শুরু করে কাতলা, মাগুর মাছ।

আরোও পড়ুন : RBI’র বিশেষ নির্দেশিকা এই দুই ব্যাঙ্ক’কে! অ্যাকাউন্ট থাকলে আগেভাগেই সতর্ক হয়ে যান

এবার আপনাদের মনে হতেই পারে কোন ঘাটে এই টাটকা মাছগুলো বিক্রি হচ্ছে? আমরা কথা বলছি বনমালী ঘাট (Bonomali Ghat) সম্পর্কে। এই ঘাটে এমন কোনও মাছ নেই যা পাওয়া যায় না। অন্যান্য বাজারগুলিতে যে মাছগুলি চড়া দামে বিক্রি হয়, এখানে সেই মাছগুলি পাওয়া যায় অত্যন্ত সস্তায়।

আরোও পড়ুন : দিঘার মোহনা নিয়ে বিরাট সিদ্ধান্ত! এবার দূর হবে হাজার হাজার মানুষের সমস্যা, মুখে হাসি সবার

এই ঘাটটি অবস্থিত মুর্শিদাবাদের (Murshidabad) একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইসলামপুর থানার অন্তর্গত এলাকায়। আপনাদের বলে রাখি এই ঘাটে মাছ বিক্রি হয় নিলামে। এই ঘাটে মৎস্যজীবীরা মাছ সংগ্রহ করেন নৌকা কিংবা ছোট ডিঙ্গিতে। এরপর ছোট হাড়ি করে সেই মাছগুলি তারা নিয়ে যান ঘাটে।

images 79 2

ঘাটে মাছ কেনার জন্য ভিড় জমান ক্রেতারা। এরপর মাছগুলিকে নিয়ে চলে দর দাম। বনমালী ঘাটের এটা প্রতিদিনের ছবি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই ঘাটে অত্যন্ত কম দামে পেয়ে যাবেন বড় ইলিশ মাছ। সীমান্তলা লাগোয়া এলাকা হওয়ায় এখানে পদ্মার ইলিশ খুব কম দামে পাওয়া যায়। ইলিশ মাছ ছাড়াও অন্যান্য মাছ এখানে পাওয়া যায় অত্যন্ত সুলভে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর