জামশেদপুরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে চলে গেল এটিকে।

পরপর দুটি ম্যাচ জেতার পর ফের জামশেদপুর কে হারিয়ে চলতি মরসুমে জয়ের হ্যাটট্রিক করলো এটিকে। শনিবার যুবভারতীর বৃষ্টি ভেজা মাঠে জামশেদপুরকে 3-1 গোলে হারিয়ে দেয় হাবাসের এটিকে। দূরন্ত ছন্দে পাওয়া গেল রয় কৃষ্ণাকে, সেই সাথে দুর্দান্ত খেলা দেখালো এটিকে দল। পরপর তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ফের লিগ শীর্ষে চলে গেল এটিকে।

প্রথমার্ধে বল পজিশনে কিছুটা পিছিয়ে ছিল এটিকে কিন্তু বল পজিশনে পিছিয়ে থাকার সত্ত্বেও দাপটের সাথে খেলেছে এটিকে। তবে বল পজিশনে পিছিয়ে থাকলেও জামশেদপুর কে একটু জমি ছাড়েনি এটিকে, ফলে প্রথমার্ধে লড়াই হয় সমানে সমানে। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় এটিকে কে। দ্বিতীয়ার্ধে 57 মিনিটের মাথায় এটিকে স্ট্রাইকার রয় কৃষ্ণ কে বক্সের ভিতর ফাউল করার ফলে পেনাল্টি পাই এটিকে। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রয় কৃষ্ণ। এরপর আবার সেই রয় কৃষ্ণকে বক্সের ভেতর ফাউল করায় দ্বিতীয় বারের জন্য পেনাল্টি পায় এটিকে। ফের পেনাল্টি থেকে গোল করে এটিকে কে এগিয়ে দেয় রয় কৃষ্ণ। এরফলে 2-0 গোলে এগিয়ে যায় এটিকে।

IMG 20191110 100914

তবে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়লেও হাল ছাড়ে নি জামশেদপুর। ম্যাচের শেষের দিকে 85 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল সোদ করে জামশেদপুর। ফলে স্কোরবোর্ডে দাঁড়ায় 2-1 এ। ম্যাচের একেবারে শেষ লগ্নে যখন ইনজুরি টাইমের খেলা চলছিল সেই সময় গোল করে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় এডু গার্সিয়া।

এই মরশুমের উদ্বোধনী ম্যাচে এটিকে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্সরের। সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল এটিকে কে। তারপরে পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে এটিকে। অপরদিকে চলতি মরশুমে এই প্রথম হারের মুখ দেখল জামশেদপুর। এই ম্যাচ জিতে 4 ম্যাচ থেকে 9 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে গেল হাবাসের এটিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর