বনলতাই আসল ভিলেন, অনুভবের পাশে লাজুকেই দেখতে চান দর্শকরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে, দর্শকদের ততই প্রিয় হয়ে উঠছে ‘কনে দেখা আলো’ (Serial)। ভিন্ন ধরণের গল্পের জন্য প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছিল ধারাবাহিকটি। বর্তমানে গল্পের ট্র্যাক বদলেছে। অনুভব, লাজু এবং বনলতাকে ঘিরে সম্পর্কের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। দর্শকরা এদিকে বনলতা নয়, বরং লাজবন্তীর সঙ্গেই দেখতে চাইছেন অনুভবকে।

সিরিয়ালের (Serial) গল্পে চলছে টানাপোড়েন

পর্দার অনুভব ওরফে অভিনেতা সোমরাজ মাইতি বলেন, এটা আর পাঁচটা প্রেমের গল্পের মতোই। এখানে গল্পের কেন্দ্রে রয়েছে সমাজ এবং প্রেমের এক দ্বন্দ্ব। কারণ লাজু যেমন বিবাহিত, অন্যদিকে অনুভবও বিবাহিত। টানাপোড়েনটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে পর্দায়।

Kone dekha alo serial new twist

সাইনার সঙ্গে অভিনয় নিয়ে অকপট সোমরাজ: সিরিয়ালের (Serial) মতো বাস্তবেও সোমরাজের থেকে অনেকটাই ছোট সাইনা। ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না? পর্দার অনুভব বলেন, সাইনা খুবই মিষ্টি মেয়ে। ভীষণ ভালো অভিনেত্রী। কাজ করতে কোনও অসুবিধাই হচ্ছে না।

আরও পড়ুন : ৩০০ দিনের ভ্যালিডিটি! মিলবে আনলিমিটেড ডেটা-কলিং, স্বল্পমূল্যে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

কীভাবে করেন অভিনয়: তিনি এও বলেন, শট দেওয়ার সময় লাজু আর অনুভবের সমীকরণ কাজ করে। অন্য কিছু তখন মাথায় আসে না। তাছাড়া গল্পে দেখানো হচ্ছে যে অনুভবের থেকে লাজু অনেকটাই ছোট। অনুভবও তেমন ভাবেই ব্যবহার করছে।

আরও পড়ুন : ‘আমি ইমোশনাল ফুল’, শোভনের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন স্বস্তিকা

লাজু অনুভবের সমীকরণ জমে উঠলেও এখনও পর্যন্ত প্রথম পাঁচে আসতে পারেনি সিরিয়ালটি। তবে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে সিরিয়ালটিকে। জনপ্রিয়তার উপরে ভর করেই টিআরপি আরও চড়বে বলে মনে করা হচ্ছে।