বাংলাহান্ট ডেস্ক : গতকালই রাজ্যসভায় পশ্চিমবঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অমিত শাহ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে গেলেই খুন হতে হবে যে কাউকেই। রাজ্যসভায় ক্রিমিনাল প্রসিডিওর বিলকে কটাক্ষ করেছে বিরোধীরা। তা নিয়েও তৃণমূলকে এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, ‘ওনারা বলছেন ফ্যাসিস্ট বিল। আমি বেশি কিছু বলব না। ফ্যাসিস্ট শব্দটার ব্যাখ্যাই বাংলার সরকার বদলে দিয়েছে। বরং বাংলার সরকার ফ্যাসিস্টের নয়া সংজ্ঞা তৈরি করেছে।’
এবার অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। তাঁর দাবি, তৃণমূল যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন ফ্যাসিস্ট নয়। বরং বিজেপিই ফ্যাসিবাদী। তাঁর এই মন্তব্যকে ঘিরে কার্যতই তোলপাড় রাজ্য রাজনীতি।
এদিন কৌশিক সেন বলেন, ‘একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে বাংলায় সাম্প্রতিককালে প্রচুর খুনোখুনি হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আমি আগেও যে কথা বলেছি এখনও খুব স্পষ্ট করে সেই কথাই বলছি, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল একটি দূর্নীতিগ্রস্ত দল, একটি বিশৃঙ্খল রাজনৈতিক দল, কিন্তু ফ্যাসিস্ট নয়। ফ্যাসিজমের নতুন সসংজ্ঞা যদি কেউ তৈরি করে থাকে ভারতবর্ষের বুকে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি।’
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘কৌশিক সেন যে অভিযোগ গুলি তৃণমূলের বিরুদ্ধে করছেন সেগুলি সত্য নয়। কিন্তু একথা সত্যি যে আসল ফ্যাসিস্ট বিজেপিই। বাংলাকে অপমান করার জন্যই গতকাল অমিত শাহ ওই কথাগুলি বলেছেন। বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি করার পরও ওঁকে এবং ওঁর দলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিধানসভা ভোটে। সেই কারণেই বাংলার উপর আক্রোশ এবং প্রতিহিংসা থেকেই এসমস্ত বলছেন তিনি।’
তৃণমূল মুখপাত্র আরও বলেন, ‘অবসাদে ভুগছেন তিনি। তাছাড়াও সামনেই বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী। উনি জানেন ওঁর দলের নেতারা অপদার্থ। তাই প্রচারের আলোতে থাকতেই এই সব কথা বলে বেড়াচ্ছেন অমিত শাহ।’
উল্লেখ্য, কুণাল ঘোষ এবং কৌশিক সেনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ‘একজন জনবিচ্ছিন্ন মানুষ কী বললেন তাতে কিছু এসে যায় না। বাংলার মানুষের দুর্দিনে বাংলার বুদ্ধিজীবীদের তাঁদের পাশে এসে দাঁড়াতে দেখা যায় না। উলটে সবকিছুতেই বিজেপির দোষ খুঁজে বেড়ান তাঁরা৷’