বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দা থেকে ছোটপর্দা সবেতেই চমক দিচ্ছেন পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে ছোটপর্দায় তিনি শুধুই প্রযোজকের ভূমিকায়। স্টার জলসায় একটি নতুন সিরিয়াল নিয়ে আসছেন তিনি, যা প্রথম থেকেই খবরের শিরোনামে ছিল। শোনা গিয়েছিল, তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ফের অভিনয়ে পা রাখছেন রাজের জন্য। কিন্তু শেষ মুহূর্তে বানচাল হয়ে যায় তা। এবার জানা গেল, রাজের পরিবর্তে সিরিয়ালে আসছেন কৌশিক সেন (Koushik Sen)।
হ্যাঁ, দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন কৌশিক। রাজের নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’এ তিনিই নায়ক। তবে আগে যেটা জানা গিয়েছিল, নায়িকার ভূমিকায় থাকছেন ‘সাঁঝের বাতি’ খ্যাত দেবচন্দ্রিমা সিংহ রায়কে, সেটা ভুল। দেবচন্দ্রিমার বদলে নায়িকা হচ্ছেন নবাগতা সৌমি। এক অসম প্রেমের গল্প উঠে আসবে সিরিয়ালে, জানা গিয়েছে এমনটাই।
অবশ্য রাজের সিরিয়ালই নতুন নয়, এর আগে বিকেলে ভোরের ফুল সিরিয়ালেও এমনি অসম প্রেমের গল্প উঠে এসেছিল। বেশ জনপ্রিয় হয়েছিল সিরিয়ালটি। নতুন সিরিয়ালের চিত্রনাট্য লিখছেন মুম্বইয়ের শ্বেতা ভরদ্বাজ। সংবাদ মাধ্যমকে কৌশিক সেন জানান, আপাতত প্রোমো শুট চলছে সিরিয়ালের। উত্তর কলকাতা, বানতলা, লোহিয়া হাউজের মতো জায়গায় হয়েছে শুটিং। চলতি মাসের শেষ থেকে স্টুডিওতে শুট শুরু হবে।
এর আগে টলিপাড়ায় কানাঘুঁষো চলছিল, পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধেই নাকি অভিনয় করতে রাজি হয়েছেন বাবু্ল। দশ বছরেরও বেশি সময় পর ফের লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন তিনি। এতদিন রাজনৈতিক জীবনের তরজা নিয়েই ব্যস্ত ছিলেন বাবুল। মন্ত্রীত্ব খোয়ানো, দলবদল এসবের মাঝে পড়ে বেশ টালমাটাল পরিস্থিতিতে ছিলেন তিনি।
এখন অবশ্য তৃণমূলে ফিরে অনেকটাই স্থিরতা এসেছে তাঁর জীবনে। সিরিয়ালের জন্য নাকি লুক টেস্টও হয়ে গিয়েছিল তাঁর। তবে এতদূর এসেও পিছিয়ে গেলেন কেন বাবুল? জানা যাচ্ছে, রাজনীতির জন্যই সিরিয়াল ছেড়েছেন তিনি। আসলে মুখ্য চরিত্র বলে মাসে অন্তত ২২-২৪ দিন কাজ করতেই হবে। কিন্তু বাবুলের পক্ষে এই মুহূর্তে রাজনীতি ছেড়ে এতটা সময় অভিনয়ে দেওয়া সম্ভব নয়। তবে ‘ধুলোকণা’ সিরিয়ালে নিজের ভূমিকাতেই কিছুদিনের জন্য অভিনয় করছেন তিনি।