আমফান বিধ্বস্ত বাংলার পাশে কোবিন্দ, হাসিনা, দলাই লামারা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মারাত্বক ক্রান্তীয় ঘুর্ণিঝড় আমফান ( amphan) বিধ্বস্ত বাংলার ( bengal) পাশে থাকার বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( ramnath kovind) । ফোন করে খোঁজ খবর নিয়েছেন তিনি। ফোন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানান ‘আমরা তোমাদের সঙ্গে আছি’।

বিধ্বস্ত বাংলার পাশে থাকার কথা জানিয়ে বার্তা দিয়েছেন কেরল, ওড়িশা এবং দিল্লির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়ক এবং অরবিন্দ কেজরিবাল ও। পাশে আছে ভুটানও। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের তরফে বাংলাকে ১ কোটি টাকা ও দলাই লামা ট্রাস্ট ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে আমফান বিধ্বস্ত বাংলাকে। প্রত্যেককেই টুইট বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাংলা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে হেলিকপ্টার করে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। বাংলার জন্য ১ হাজার কোটি টাকা সাহায্যের ঘোষনা করেছেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরাজ্যে আসার আবেদন জানান। আর ওই প্রেস কনফারেন্সের ঠিক কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার ঘোষণা করেন।

X