ভয়াবহ দুর্ঘটনায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি, লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি

বাংলাহান্ট ডেস্ক : ভয়ংকর এক পরিস্থিতি চলছে বঙ্গে। বার বার দুর্ঘটনার মুখে পড়ছেন বাংলার রাজনেতারা। সম্প্রতি বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় দু’বার দুর্ঘটনার মুখে পড়ে। এবার দুর্ঘটনার শিকার হলেন তৃণমূলের এক নেতা। ভয়াবহ দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক  এবং বিধানসভার পিএসি চেয়ারম্যান (PAC Chairman) কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) গাড়ি।

সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার ভোরে মালদহের গাজোলের কাছে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে গাড়িতে তখন বিধায়ক ছিলেন না। একটি লরি পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে। গাড়িতে থাকা দু’জন আহত হয়েছেন। তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Medical College) ভর্তি করা হয়েছে।

দলীয় সুত্রে খবর এ দিন ভোরে বিধায়ককে স্টেশন থেকে আনতে মালদহ যাচ্ছিল গাড়িটি। বিধায়ক পদাতিক এক্সপ্রেসে কলকাতা থেকে ফিরছিলেন। যেহেতু পদাতিক এক্সপ্রেস রায়গঞ্জে থামে না, তাই মালদহ দিয়েই আসতে হয়। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লরিটিকে আটক করা হয়েছে। আহতদের সঙ্গে দেখা করতে বিধায়ক নিজেই হাসপাতালে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

কয়েকদিন আগেই দুর্ঘটনার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। গত মাসেই পরপর দু’বার দুর্ঘটনার মুখে পড়েছে বিরোধী দলনেতার কনভয়ের গাড়ি। প্রথমে পূর্ব মেদিনীপুর ও পরে কলকাতার কালিকাপুরের কাছে পর পর দুটি দুর্ঘটনার শিকার হন তিনি ঘটেছে। প্রথমে মরিশদায় শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। পরে কালিকাপুরে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা লাগে অপর একটি লরির।

সম্প্রতি দলবদলের বিতর্কে সংবাদের শিরোনামে এসেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম। তাঁকে প্রকাশ্যে তৃণমূলের পতাকা হাতে নিতে দেখা গেলেও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দেন সরকারি ভাবে তিনি এখনও বিজেপিরই বিধায়ক। এর উপর মুকুল রায়ের পর তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু বার বার বাংলার হেভিওয়েট রাজনৈতিক নেতাদের গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ায় চিন্তিত প্রশাসন।

Sudipto

সম্পর্কিত খবর