‘আমরা কোনও অন্যায় করিনি”, এবার চন্দনার বিয়ে নিয়ে মুখ খুলল খোদ কৃষ্ণ কুণ্ডু

বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে, বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি (Chandana Bauri) তাঁর গাড়ির চালক তথা বিজেপির কর্মী কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে যায়। বিজেপির সবথেকে দরিদ্র বিধায়ক চন্দনা বাউরি এমনিতেই বেশ জনপ্রিয়, আর তাঁর এই কাণ্ড তাঁকে আরও বেশি করে শিরোনামে তুলে আনে।

যদিও, খোদ বিধায়ক এই অভিযোগ ভুয়ো বলে আখ্যা দিয়েছিলেন। চন্দনা বাউরি জানিয়েছিলেন যে, বিরোধীরা ওনার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। কিন্তু, চন্দনা বাউরির এই মন্তব্য মানতে নারাজ অনেকেই। এমনকি কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রূম্পা কুণ্ডু চন্দনার দ্বিতীয় বিয়ে নিয়ে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন। এরপর চন্দনা গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করতেও যান।

চন্দনা-কৃষ্ণর বিয়ের খবর প্রকাশ্যে আসা আর চন্দনা সেই বিয়ে নাকোচ করে দেওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েন কৃষ্ণ কুণ্ডু। তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়। আর এবার সেই কৃষ্ণ কুণ্ডু দুজনের বিয়ে নিয়ে ফেসবুক লাইভে এসে বড় মন্তব্য করলেন।

রবিবার ফেসবুকে লাইভে এসে কৃষ্ণ জানান, চন্দনা আর তিনি কোনও ভুল সিদ্ধান্ত নেননি। পাশাপাশি কৃষ্ণ বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। কৃষ্ণ কুণ্ডু সুভাষ সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘সাংসদ কারও জন্য কিছু করেন নি। শালতোড়া বিধানসভার দায়িত্ব আমি নিজে একা হাতে পালন করেছি। কাজ শেষ হলে, আমাকে ছুঁড়ে ফেলা হয়।”

ফেসবুক লাইভে বিধায়কের সঙ্গে বিয়ে নিয়ে কৃষ্ণ বলেন, ‘আমাদের অনেক কিছুই বলা হচ্ছে। আপনারা হয়ত ভাবছেন আমরা কোনও ভুল করেছি। কিন্তু আমরা কোনও ভুল করিনি। দলকে শিক্ষা দেওয়ার দরকার। ওদের বোঝানো প্রয়োজন।” নিজেই শুনে নিন কৃষ্ণবাবু আর কী কী বলেছেন … 


Koushik Dutta

সম্পর্কিত খবর