ছোটকত্তা ব‍্যস্ত উমাকে নিয়ে, ধুঁকতে ধুঁকতে শেষ হচ্ছে ‘কৃষ্ণকলি’! মন খারাপের ভিডিও শেয়ার শ‍্যামার

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ সাড়ে চার বছরের সফর শেষ করে অন্তিম লগ্নে দাঁড়িয়ে ‘কৃষ্ণকলি’ (krishnakali)। জি বাংলার এই সিরিয়াল এক সময় একাই টেনে নিয়ে গিয়েছে গোটা চ‍্যানেলকে। টিআরপি ছিল দেখার মতো। সপ্তাহ কয়েক আগে পর্যন্তও টিমটিম করে প্রাণবাতি জ্বালিয়ে রেখে এক থেকে দশের মধ‍্যে নিজের জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল।

কিন্তু আর কাঁহাতক? দর্শকদের অভিযোগ, বহুদিন আগেই পড়ে গিয়েছে কৃষ্ণকলির মান। বারংবার শ‍্যামাকে মারার চেষ্টা আর তার বেঁচে ফিরে আসা গল্পের গোরুকে গাছে তুলে দিয়েছে। অতিরিক্ত নাটকীয়তা দিয়ে আর কতদিনই বা টানা যায় একটা সিরিয়ালকে? উপরন্তু কৃষ্ণকলির বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীই চলে গিয়েছেন নতুন শুরু হওয়া ‘উমা’ সিরিয়ালে।

uma new mega serial 1
নতুন নতুন শুরু হওয়ায় উমাকে নিয়ে এখন স্বাভাবিক ভাবেই প্রত‍্যাশা তুঙ্গে। ঘটনার ঘনঘটায় ভরা সিরিয়াল ছেড়ে কেই বা ‘প্রাণহীন’ কৃষ্ণকলিতে ফেরে? হ‍্যাঁ, সিরিয়ালটি এক রকম প্রাণহীনই হয়ে গিয়েছে বটে। মুখ‍্য চরিত্র নিখিল ওরফে নীল ভট্টাচার্য সহ আরো কয়েকজন অভিনেতা অভিনেত্রী চলে গিয়েছেন উমার সেটে। একা শ‍্যামা কতদিক সামলাবে?

Krishnakoli 12 September 2020 Written Update Shyama to come back home
এতদিন অবশ‍্য ভাঙা রাজপাট আগলে রেখেছিল শ‍্যামা ও তাঁর মেয়ে জামাইরাই। কিন্তু টেলিপাড়া সূত্রে খবর, আর বেশিদিন মেয়াদ নেই কৃষ্ণকলির। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পিলু’। সন্ধ‍্যা সাড়ে ছটার স্লটে আসছে এই নতুন সিরিয়াল। জায়গা ছেড়ে দিয়ে করুণাময়ী রাণী রাসমণি যাচ্ছে সন্ধ‍্যা ছটার স্লটে। তাই শেষ করা হচ্ছে কৃষ্ণকলি। আগামী ৯ জানুয়ারিই শেষ সম্প্রচার এই সিরিয়ালের, কানাঘুঁষো বলছে এমনটাই।

https://www.instagram.com/tiyasharoyofficial/reel/CYYlpE9A769/?utm_medium=copy_link

জল্পনা আরো বাড়িয়ে সোশ‍্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিয়াশা রায়। এই মুহূর্তে কৃষ্ণকলির গোটা টিমকে দেখিয়ে একটি ভিডিও বানিয়েছেন তিনি। নেপথ‍্যে বাজছে আতিফ আসলামের গান। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘সত‍্যিই মিস করছি তোমাদের’। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে ‘কৃষ্ণকলি’। যদিও চ‍্যানেলের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনাই করা হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর