অনুষ্কাই অপয়া! স্ত্রীকে বিচ্ছেদ দিলেই ফর্মে ফিরতে পারবেন বিরাট, দাবি কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম পাওয়ার কাপল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিয়ের আগে দীর্ঘদিন প্রেম করেছেন দুজনে। মাঝে বিচ্ছেদও হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু বিধির বিধান। শেষমেষ সবাইকে বড়সড় সারপ্রাইজ দিয়ে বিয়ে সেরে নেন ‘বিরুষ্কা’। তারপর থেকে অনেক বদলই এসেছে তাঁদের জীবনে। কিন্তু একটা জিনিস বদলায়নি। সেটা হল অনুষ্কাকে দোষারোপ।

বিরাটের খারাপ পারফরম‍্যান্সের জন‍্য বারংবার আঙুল উঠেছে অভিনেত্রীর দিকে। বিয়ের আগে বহুবার কটুক্তি করা হয়েছে অনুষ্কাকে। অভিযোগ উঠেছে, তিনিই বিরাটের জন‍্য দুর্ভাগ‍্য স্বরূপ। বিয়ের এত বছর পরেও তার ব‍্যতিক্রম হল না। ফের অনুষ্কার দিকে আঙুল তুললেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান (Kamal R Khan)।


বেশ কয়েক মাস ধরেই ফর্মে নেই বিরাট। বিশেষ করে চলতি আইপিএলে তা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এর জন‍্য নিন্দাও শুনতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু কামাল আর খানকে নিশানা করলেন অনুষ্কাকে‌। নজির বিহীন দাবি তুলেছেন তিনি টুইটে।

বিতর্ইত টুইটের জন‍্য বহুবার চর্চায় উঠে এসেছেন কেআরকে। ট্রোলও কম হন না তিনি। এবার কেআরকে লিখেছেন, ‘অনুষ্কা কোহলির জন‍্য অপয়া। অনুষ্কার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেই তিনি নিজের ফর্মে ফিরতে পারবেন।’


ক্ষিপ্ত নেটিজেনরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন পালটা আক্রমণে। একজন লিখেছেন, ‘তোর মেয়ের যখন বিয়ে হবে তখন আমরাও এই প্রার্থনাটাই করব যেটা তুই অনুষ্কাকে বলছিস।’ আরেকজনের মন্তব‍্য, অত‍্যন্ত জঘন‍্য কথা বলেছেন কেআরকে। এতটুকু মনুষ‍্যত্ব বোধ থাকলে টুইটটা যেন মুছে ফেলেন তিনি।

কিছুদিন আগেই নিজের সিনেমা ‘দেশদ্রোহী ২’ এর ঘোষনা করে একপ্রস্থ অপমান সহ‍্য করেছিলেন কেআরকে। তিনি দাবি করেছিলেন, ‘বাহুবলী’র থেকেও বড় ছবি বানাবেন তিনি। খুব শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানিয়েছিলেন কেআরকে।

এরপরেই কয়েকজন খোঁচা মেরে টুইট করেন তাঁকে। একজন প্রশ্ন করেন, ‘বাহুবলীর থেকেও বড় ছবি বানাতে হলে ৫০০ কোটি তো বাজেট হতেই হবে। এস এস রাজামৌলির সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই আবার বাহুবলী বানাচ্ছেন! দেশদ্রোহী ২ এর হালও দেশদ্রোহীর মতোই হবে।’

সম্পর্কিত খবর

X