বাংলাহান্ট ডেস্ক: ‘সেক্রেড গেমস’, অনুরাগ কাশ্যপ পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ওয়েব সিরিজটি তুমুল জনপ্রিয় হয়েছিল ডিজিটাল দুনিয়ায়। সেই সঙ্গে দর্শকদের নজর কেড়েছিল সিরিজের ‘কুক্কু’ চরিত্রটি। কুবরা সাইত (kubbra sait) অভিনয় করেছিলেন ট্রান্স মহিলার চরিত্রে। কুবরার বলিষ্ঠ অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই। এমনকি নওয়াজের সঙ্গে একটি সেক্স দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি।
সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে যা অবস্থা তাঁর হয়েছিল তা নিয়ে সম্প্রতি মুখ খোলেন কুবরা। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মোট সাতবার শুট করা হয়েছিল দৃশ্যটি। অনুরাগ সাতটি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে শট নিতে চেয়েছিলেন। কুবরা জনান, সবটা ঠিকঠাক হোক এমনটাই চেয়েছিলেন তিনি। তাই নিজের অস্বস্তিগুলো চেপে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অভিনেত্রী বলেন, “আমি যখন প্রথম শটটা দিলাম উনি ফেরত এসে বললেন পরেরটা আমরা তাড়াতাড়ি করব। দ্বিতীয়টা হতেও বললেন পরেরটা তাড়াতাড়ি করব। তৃতীয় শটের পর নওয়াজউদ্দিনের দিকে ক্যামেরা সরিয়ে দিলেন উনি। এভাবে যখন সাতবার শট নেওয়া হল ততক্ষণে আমি ভেঙে পড়েছিলাম।”
কুবরা বলেন সে সময় খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। কখন শট নেওয়া শেষ হয়ে গিয়েছে তাও বুঝতে পারেননি তিনি। যখন নওয়াজ তাঁর কাছে এসে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সঙ্গে বাইরে দেখা হচ্ছে তখন তাঁর উপলব্ধি হয় যে দৃশ্যটি শেষ হয়ে গিয়েছে।
কিন্তু বাইরে যেতে পারেননি কুবরা। শুটিংয়ের ফ্লোরেই মেঝের উপরে বসে হাউহাউ করে কাঁদতে থাকেন তিনি। সে সময় নওয়াজউদ্দিন এসে তাঁকে বলেন বাইরে যেতে। কারণ নওয়াজের একটি এনট্রি শট তখনো বাকি ছিল। কুবরা আগে বলেছিলেন মানুষ হয়তো তাঁকে ভুলে যেতে পারে কিন্তু তাঁর অভিনীত চরিত্রগুলি সবসময় দর্শকদের মনে থেকে যাবে।