দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের মাঝে ছুটির আবেদন কুলদীপের! BCCI-র কাছে জানালেন অনুরোধ

Published on:

Published on:

Kuldeep Yadav requests leave from BCCI.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav) শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এমতাবস্থায়, তিনি এবার BCCI-এর কাছে একটি বিশেষ অনুরোধ করেছেন। বর্তমানে কুলদীপ ৩ টি ফরম্যাটেই টিম ইন্ডিয়ার হয়ে খেলেন। এদিকে, শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এরপর ভারত এবং দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক এবং T20 আন্তর্জাতিক সিরিজও খেলবে। এই পরিস্থিতিতে, কুলদীপ অনুমতি পেলে তিনি সিরিজের মাঝপথে টিম ইন্ডিয়া ছেড়ে যেতে পারেন।

BCCI-এর কাছে ছুটির আবেদন কুলদীপ যাদবের (Kuldeep Yadav):

কুলদীপ যাদব BCCI-এর কাছে ছুটি চেয়েছেন: টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, কুলদীপ যাদব (Kuldeep Yadav) BCCI-এর কাছে কয়েক দিনের ছুটি চেয়েছেন। কুলদীপ চলতি মাসের শেষেই বিয়ে করার পরিকল্পনা করছেন এবং এখন তিনি BCCI-এর অনুমতির অপেক্ষায় আছেন। জানিয়ে রাখি যে, IPL-এর পরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্টটি কয়েকদিন পিছিয়ে যাওয়ায় কুলদীপ সেই সময়ে বিয়ের পরিকল্পনা বাতিল করেন।

এখন, BCCI-এর সূত্র জানিয়েছে যে, কুলদীপ যাদবের নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি প্রয়োজন। উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হওয়ার কথা রয়েছে। এবং প্রথম ODI আগামী ৩০ নভেম্বর রাঁচিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায়, কুলদীপ (Kuldeep Yadav) ছুটি নিলে ওই ২ টি ম্যাচই তিনি খেলতে পারবেন না। জানিয়ে রাখি যে, কুলদীপ তাঁর ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বংশিকা LIC-তে চাকরি করেন।

আরও পড়ুন: একসঙ্গে ২ টি প্ল্যানের দাম কমাল BSNL! একদম সস্তায় মিলবে ৩৩০ দিনের ভ্যালিডিটি

কুলদীপ যাদব প্রথম টেস্টে জায়গা পেয়েছেন: জানিয়ে রাখি যে, গত বছরের হোম টেস্ট মরশুমে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) বাদ দেওয়া হয়েছিল। তবে, টিম ইন্ডিয়া স্পিনারদের পছন্দের পিচে খেলেছিল। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারেননি। যদিও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুলদীপ যাদব আবারও মাঠে ফিরে আসেন। ওই সিরিজে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী (১২ টি) ছিলেন।

আরও পড়ুন: RBI-র নির্দেশ মেনে SBI সহ প্রতিটি ব্যাঙ্ক নিল এই বড় পদক্ষেপ! জেনে নিন এখনই

ফলস্বরূপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও কুলদীপ (Kuldeep Yadav) সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই কলকাতার ইডেন গার্ডেমেন্সে শুরু হয়েছে ওই ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।