কুলদীপ যাদব জানালেন সুপার ওভারে কোন ব্যাটসম্যানদের বোলিং করতে চাইবেন না, নেই বিরাটের নাম।

যখন দুটি ক্রিকেট দলের রান সমান হয়ে যায় তখন আইসিসির নিয়ম অনুযায়ী সুপার ওভার করা হয়। কিন্তু সুপার ওভার দুই দলের কাছে বেশ চিন্তার। বিশেষ করে যে বোলার সুপার ওভারে বোলিং করেন তিনিই সেই মুহূর্তে সবথেকে বেশি নার্ভাস হয়ে যান। ভারতীয় দলের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয় যে, সুপার ওভারে কোন ব্যাটসম্যান কে তুমি বোলিং করতে চাইবে না? অবিশ্বাস্য হলেও কুলদীপ যাদব এর এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম ছিল না।

ভারতীয় দলের রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে তার ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কুলদীপ যাদব জানালেন যে তিনজন ভারতীয় ব্যাটসম্যান কে সুপার ওভার বোলিং করতে চাইবেন না তিনি। তারপরই 25 বছর বয়সী এই স্পিনার জানিয়ে দেন সেই তিন জন ব্যাটসম্যান কে কে? তবে অবাক করা ব্যাপার এটাই হচ্ছে যে কুলদীপ যাদব এর সেই তালিকায় নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি নাম।

140307871ac780f7fcb194bfc0a05d7452096ce4fc96cab15aed1be5347c1952d7c808b74

কুলদীপ যাদবের এই তালিকায় প্রথমেই জায়গা পেয়েছেন ভারত ওপেনার রোহিত শর্মা। আর তারপরে সেই তালিকায় জায়গা দিয়েছেন এই মুহূর্তে ভারতের ব্যাটিং লাইনআপে চার নম্বর স্থানে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সবথেকে এগিয়ে থাকা শ্রেয়স আইয়ার। তারপর তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব, সূর্যকুমার যাদবকে এই তালিকায় রাখার পেছনে কুলদীপ যাদব যুক্তি দিয়েছেন যে, আমি সূর্যকুমার যাদব কে অনেক বছর ধরে চিনি ও স্পিনের বিরুদ্ধে খুব সুন্দর ব্যাটিং করতে পারেন। তবে এই তালিকা তৈরির ব্যাপারে কুলদীপ যাদব যাই যুক্তি দিক না কেন, এই তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম না থাকায় স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


Udayan Biswas

সম্পর্কিত খবর