অবিচারের শিকার টিম ইন্ডিয়ার এই তারকা! KKR-র প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড়

বাংলা হান্ট ডেস্ক : ২০১৮ থেকে ২০২১ অবধি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে মাঠে নেমেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যার মধ্যে ১৮ থেকে ২০২০ অবধি কলকাতার অধিনায়কত্ব ছিল তার হাতেই। তবে সেই সময়টা বেশ কঠিন ছিল তৎকালীন কেকেআর অধিনায়কের জন্য। দলের হয় সিদ্ধান্ত নিতে গিয়ে বন্ধুত্বও নষ্ট করতে হয়েছিল তাকে।

আজ থেকে বছর তিনেক আগে কার্তীকের অধিনায়কত্বেই কলকাতায় খেলছিলেন কুলদীপ (Kuldeep Yadav)। তবে শেষদিকটায় সেভাবে খেলতে পারছিলেন না তিনি। মোট ৯ ম্যাচে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। এরপরই কুলদীপকে বসিয়ে দেয় দল। ভারতীয় স্পিনারের এই অবস্থার জন্য কিছুটা হলেও নিজেকে দায়ী করলেন দীনেশ কার্তীক।

কার্তীকের কথায়, দলের এই সিদ্ধান্তে বেশ ক্ষুণ্ণ হয়েছিলেন কুলদীপ। এরপর কেকেআর থেকে নিজেকে সরিয়েও নেন এই তারকা। নাম লেখান দিল্লি ক্যাপিটালসে। নতুন দলে যেতেই নিজেকে নতুনভাবে মেলে ধরেন তারকা। আর এখন তো তার জায়গা হয়ে গেছে ভারতীয় (India National Cricket Team) দলেও। তবে আজকের দিনে দাঁড়িয়ে দীনেশ কার্তীক মনে করেন, সেই সময় কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়ত সঠিক ছিলনা।

আরও পড়ুন : কিছুক্ষণেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় হাই অ্যালার্ট: আবহাওয়ার খবর

india national cricket team

পুরনো দিনের ঘটনাকে স্মরণ করে কার্তিক বলেন, ‘আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন কাজ। একেক দলে একেক রকমের নিয়ম। সে সব সামলানো খুব কঠিন। অধিনায়ক হিসাবে অনেক সময় মুখের উপর সত্যি কথা বলতে হয়। তা অনেকের খারাপ লাগে। ফলে বন্ধু হারাতে হয়।’ একই সাথে উঠে আসে কুলদীপের প্রসঙ্গ। কার্তিকের কথায়, এখন কুলদীপ ভালো পারফর্ম করলেও তার সময়ে সে নিজের ফর্মের ধারেকাছেও ছিলনা‌।

আরও পড়ুন : CSK-র সাথে হারের পর নো লস KKR-র! পয়েন্ট টেবিলে ওলটপালট সবকিছু

একপ্রকার বাধ্য হয়েই কিছু কটূ কথা শুনিয়েছিলেন তিনি। যা একেবারেই পছন্দ করেননি জাতীয় দলের স্পিনার। কেকেআরের প্রাক্তন অধিনায়ক বলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কুলদীপ। তবে আমার মনে হয় সেই কঠিন সময় কুলদীপকে এখন এত ভাল বোলার তৈরি করে দিয়েছে। আশা করব ও বুঝবে কেন আমি সেই সময় ওকে বাদ দিয়েছিলাম। বলছি না আমাকে ও বাহবা দিক সেই কারণে। কিন্তু সেটা নিয়ে যেন ও এখনও মনে ক্ষোভ না রাখে। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় দলের কথা ভেবে। এর মধ্যে ব্যক্তিগত কোনও কিছু ছিল না।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর