‘মানুষকে বাঁদর বানিয়ে …’,কালোজাদু করে বিগ বসে সুযোগ! বিস্ফোরক দাবি কুমার শানুর ছেলের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান কুমার শানুর ছেলে (Kumar Sanu’s Son) জান কুমার শানু (Jaan Kumar Sanu)। তাই অনেকেই বলে থাকেন লাইম লাইটে আসার জন্যই এমনটা করে থাকেন জান। এই তারকা পুত্র অংশ নিয়েছিলেন বিগ বস ১৪ (Big Boss 14)-তে। কিন্তু তিনি নাকি সেখানে পৌঁছেছিলেন কালো জাদু করে। পরেশ ছাবড়ার পডকাস্টে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জান (Jaan Kumar Sanu)।

কালোজাদু করেই বিগ বসে সুযোগ পেয়েছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু (Jaan Kumar Sanu)

শুনতে অবাক লাগলেও একথা নিজের মুখে জানিয়েছেন কুমার শানুর ছেলে। তারকা পুত্রের এমন কথা শুনে চমকে গিয়েছিলেন খোদ পরেশ ছাবড়া নিজেও। এদিন ওই পডকাস্টে  জান জানিয়েছেন শুরু থেকেই বিগ বস-এ অংশ নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কিছুতেই ডাক আসছিল না তাঁর কাছে। তাই যে কোনোভাবে বিগ বসে  অংশ নেওয়ার জন্য তিনি উপায় খুঁজছিলেন।

এমন সময় কলকাতায় আসেন জান। সেখানে গিয়ে এক মহিলার সাথে দেখা করেন তিনি। ওই মহিলা নাকি আশ্চর্য ক্ষমতার অধিকারী। জানলে অবাক হবেন, কালা জাদু করেই তিনি নাকি ঘরের মধ্যেই তিন-তিনজন মানুষকে বাঁদর বানিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন:  এবার কাঁপবে বক্স অফিস! অবশেষে একসাথে দেব-জিৎ, কবে আসছে সিনেমা?

জানের কথায়, ‘আমি ওই মহিলার সঙ্গে প্রথম দেখা করি। ঘরের মধ্যে তিনি কয়েকটা বাঁদর রেখে দিয়েছিলেন। কিন্তু ওঁর সঙ্গে কথা বলে জানতে পারি, ওগুলো বাঁদর নয়, মানুষ। সত্যিই ওঁরা আসলে পুরুষ মানুষ ছিলেন। ওই মহিলা যা বলেন, ওঁরা মেনে চলেন। একেই বলে বশীকরণ। এই দেখেই আমি বুঝলাম, ঠিক জায়গায় এসেছি। ওঁর কথা অনুযায়ী আমি কয়েকটা ছাগল ও মুরগি বলি দিয়েছিলাম।’

জানের কথায় বিষয়টা বিরক্তিকর হলেও, ‘বিগ বস্‌’এর ঘরে যাওয়ার জন্য তিনি নাকি ১৫ দিন ধরে ওই মহিলার কথা শুনে নানা নিয়ম পালন করেছিলেন। আর কাকতালীয়ভাবে তার পর মুম্বই ফিরতেই তিনি নাকি ‘বিগ বস্‌’-এ অংশ নেওয়ার জন্য ডাক পান। তবে শেষ মুহূর্তে জান জানিয়েছিলেন, তিনি নাকি নিছক রসিকতা করেই এই গল্প শুনিয়েছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X