শুক্রবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে এই বিশেষ আবেদন জানিয়েছেন। আগামী রবিবার ৫ তারিখ সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে অন্তত ৫ মিনিট থাকার অনুরোধ করেছেন। টুইটারে একটি ব্যাখ্যা দিয়েছেন জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানান ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠাদিবস।
আর তার আগে সেই উপলক্ষ্য়কে মনে রেখে ৫ এপ্রিল রাতে দেশবাসীকে করোনা মোকাবিলার নামে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করতে বাধ্য করছেন মোদী। অনেকেই একাধিক প্রশ্ন তুলেছেন ৫ এপ্রিলের কর্মসূচি নিয়ে।এমনকি অনেকেই অনেক মজাও করছেন।
তিনি জানান কোরোনার এই ভয়ানক পরিস্থিতি এই সময় কোনো অনুষ্ঠান হবে না তাই আলো বা প্রদীপ জ্বেলে এভাবেই এই দিন উদযাপন হবে। পাশাপাশি সবার সংহতি বজায় রাখা হবে।
আর যারা এই পরিস্থিতিতেও কাজ করছেন তাদের যুদ্ধের প্রতি কুর্নিশ জানানো হবে। ৫ ই এপ্রিল, আমাদের ১৩০ কোটি দেশবাসীর পরাশক্তি জাগ্রত করতে হবে।প্রধানমন্ত্রী জানান ঘরের দরজায় বা বারান্দায় ঘরের সমস্ত আলো বন্ধ করুন, দাঁড়িয়ে থাকার সময়, অন্তত ৯ মিনিটের জন্য একটি মোমবাতি, প্রদীপ, টর্চলাইট বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বাল জ্বালিয়ে সংহতি বজায় রাখতে বলেন।