বাংলা হান্ট ডেস্ক: কুম্ভ মেলা (Kumbh Mela) শুরু হওয়ার পর থেকেই ভারতবাসী মেতে উঠেছে এই উৎসবে। শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন ভারতের ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল। প্রয়াগরাজের পূণ্যস্থানে এসেছেন বহু নামী-দামী ব্যক্তিরা। শুধু কি তাই, এসেছেন অনেক আধ্যাত্মিক মানুষরাও। সুন্দরী সন্ন্যাসী থেকে এই মেলায় দেখা গিয়েছে মাসকুলার বাবাকে। বলা যায়, এই ধর্মীয় মেলা থেকে খ্যাতি অর্জন করেছেন বহু মানুষ। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি তাক লাগিয়েছেন IIT বাবা। বলা যায়, এত শিক্ষিত হয়ে তাঁকে ধর্মের পথ বেছে নিতে অবাক হয়েছেন অনেকেই। তবে এবার এই ব্যক্তিকে নিয়ে উঠলো বিরাট অভিযোগ।
কুম্ভ মেলায় (Kumbh Mela) ভাইরাল IIT বাবাকে বহিষ্কার জুনা আখড়া থেকে:
সম্প্রতি কুম্ভ মেলায় (Kumbh Mela) এসে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন এই ব্যক্তি। তাঁর জীবনাদর্শন দেখে মুগ্ধ হয়েছেন বহু মানুষ। কিন্তু এবার তাঁকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। IIT বাবা নিখোঁজ নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে এই নিয়ে সমাজ মাধ্যমে ঝড় উঠেছে। এবার সেই নিয়েই চাঞ্চল্যকর তথ্য উঠে আসল। শনিবার রাতে, তাঁকে জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন, আখড়ার প্রধান মহন্ত হরি গিরি।
কিন্তু হঠাৎ কেন তাঁকে বহিষ্কার করা হল: কুম্ভ মেলায় (Kumbh Mela) খ্যাতি অর্জন করা IIT বাবা ওরফে অভয় সিংহয়ের বিরূদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে রীতিমতো গালিগালাজ করেছেন তিনি। আর এমন অপরাধের উপর ভিত্তি করে শনিবার রাতে তাঁকে আখড়া থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জুনা আখড়া কমিটি। সেই সাথে জানা গিয়েছে, তিনি আর আখড়ার সদস্য তো হতেই পারবেন না, সেই সাথে আখড়ার ত্রিসীমানায় প্রবেশ করার অনুমতিও পাবেন না।
আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে বড় খবর! ‘দুর্নীতি’র জেরে গ্রেফতার ১! পুলিশের জালে কে?
এই বিষয়ে কি বললেন প্রধান মহন্ত হরি গিরি: এদিন জুনা আখড়ার প্রধান মহন্ত হরি গিরি জানান, “নিজের গুরুকে অপমান করা সন্ন্যাস আদর্শ বিরোধী একটি কাজ। আর সেই আর্দশবিধিই ভঙ্গ করেছেন অভয় সিংহ। সনাতন ধর্ম ও আখড়া, অভয়ের এই আচরণকে কখনওই সমর্থন করে না, তাই এই বহিষ্কার।” শুধু তাই নয়, তিনি আরও জানান “যতদিন না পর্যন্ত অভয় সিংহ সঠিক নিয়মানুবর্তিতা ও সন্ন্যাস আদর্শকে মেনে নিজের জীবন চালাচ্ছেন, ততদিন পর্যন্ত জুনা আখড়ায় তাঁর ঠাঁই নেই।”
আরও পড়ুনঃ প্রথমে হুমকি, পরে বন্ধুত্ব! পালটি খেয়ে এবার চিনের প্রতি অনুরাগ ট্রাম্পের, চাপে পড়বে ভারত?
তবে একদিক থেকে একথা শোনা গেলেও উল্টোদিকে উঠছে আরও বিরাট দাবি। কুম্ভ মেলায় (Kumbh Mela) IIT বাবা অর্থাৎ অভয় সিংহ অত্যাধিক খ্যাতি লাভ করেন। আর তাঁর এই খ্যাতি, প্রচার মেনে নিতে পারেনি বলেই জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, কুম্ভ মেলায় এসে তাঁর শিক্ষাগত যোগ্যতা জানার পর থেকেই সকলে অবাক হয়ে যান। দেশের সবথেকে নামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভয় সিংহ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। সেই সাথে রয়েছে স্নাতকোত্তরের ডিগ্রিও। রাতারাতি তাঁর এই ভিডিও সমাজ মাধ্যমে ছয় ছয়লাপ হয়ে যায়। বলা যায়, সেদিন থেকেই তিনি অনেক ভক্তদের চোখের মণি হয়ে ওঠেন।