‘হোটেলে কাদের সঙ্গে শুয়েছিলেন?’ জুনিয়র ডাক্তারদের নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ আরও  একবার কলকাতা জুনিয়র ডাক্তারদের বেনোজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

জুনিয়র ডাক্তারদের নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)

কুণালের (Kunal Ghosh) অভিযোগ মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের এক হোটেল থেকে কয়েকজন জুনিয়ার ডাক্তারদের মহিলা সহ আটক করেছিল পুলিশ। তৃণমূল মুখপাত্রের কথায়, ‘আরে কাল রাতে হোটেলে কাদের নিয়ে শুয়েছিল!  জুনিয়র ডাক্তারদের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস দেখান। কাদের সঙ্গে ছিল। থানায় গিয়ে কেন পুলিশের হাতে পায়ে ধরছিল? অনেক তো লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছে। এই সিসিটিভিটা দেখান, ওটা তো অ্যাভেলেবল।’

কুণাল ঘোষের এহেন প্রতিক্রিয়া শোনার পর তোলপাড় গোটা রাজনৈতিক মহল। যদিও এব্যাপারে জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। অভিযোগ আরজিকরের ডাক্তারি ছাত্রী খুনের ঘটনাকে হাতিয়ার বানিয়ে জুনিয়র চিকিৎসকদের একাংশ রাজনীতি করছেন। এ প্রসঙ্গে তিনি জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশের বিরুদ্ধে পাল্টা থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত আরজিকর কান্ডের পর থ্রেট কালচারের অভিযোগে আরজিকর এবং উত্তরবঙ্গ আর  বর্ধমান মেডিকেল কলেজ কলেজের কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। তারপর পাল্টা জুনিয়ার ডক্টরদের সংগঠন জুনিয়র ডক্টরস ফন্ট এর বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ এনে আরও একটি সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন গড়ে তোলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন: কাম্যাক স্ট্রিটে সুশান্তের সাথে লম্বা বৈঠক অভিষেকের! কি কথা হল তাঁদের?

অন্যদিকে যে পড়ুয়াদের সাসপেন্ড করা হয়েছিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আদালতে তাঁদের হয়ে এই মামলা লড়েছিল তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডাক্তারি পড়ুয়াদের সাসপেনশন অর্ডার খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তারপর জুনিয়র  চিকিৎসক ছাত্রদের কলেজে ঢুকতে না দেওয়ার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন ডাক্তারি পড়ুয়াদের একাংশ।

Kunal Ghosh

এ প্রসঙ্গে প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলেন, ‘যাঁরা আদালতের নির্দেশও মানছেন না, উল্টে কর্তৃপক্ষর ওপর চাপ তৈরি করছেন, এটা কি থ্রেট কালচার নয়?এসবের মধ্যেই হোটেলে গিয়ে জুনিয়র ডাক্তারদের শুয়ে থাকার মত গুরুতর অভিযোগ এনেছেন কুণাল।  এখন দেখার এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা  কি প্রতিক্রিয়া দেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর