‘বাঁচার জন্য কেন্দ্র সরকারের জুতো পালিশ করছে’, হলদিয়া থেকে শুভেন্দুকে তুলোধোনা কুণালের

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপির ছত্রছায়ায় আশ্রয় নিতেই, নানাভবে সবুজ শিবিরকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এবার নন্দীগ্রামের এই বিজেপি বিধায়ককে তুলোধোনা করে ছাড়লেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

হলদিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে হলদিয়ার দূর্গাচকে একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠান থেকেই ভ্যাকসিন কেলেঙ্কারিতে বিজেপির খোঁচার পাল্টা জবাব থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা- কোনকিছুই বাদ দিলেন না শাসক শিবিরের রাজ্য সম্পাদক।

kunal ghosh

ভ্যাকসিন কেলেঙ্কারিতে রাজ্যের দিকেই আঙ্গুল তুলেছে বিজেপি শিবির। এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ”গরুর গাড়ির হেডলাইট!” ওনার কথার তো কোন ভিত্তিই নেই। ভ্যাকসিনেশনে ভারতের মধ্যে বাংলা প্রথমস্থানে রয়েছে। সেখানে একজন সামাজিক অপরাধ করেছিলেন, আর তৃণমূল সাংসদ সেটা বুঝতে পেরে জানিয়েছেন। এই ঘটনায় রাজনীতির কোন যোগ নেই’।

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিদেশের ব্যাঙ্কে যাদের টাকা আছে, তাঁদের সঙ্গেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা যায়। তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কি করা হবে?’- প্রশ্ন ছুঁড়ে দেন কুণাল ঘোষ।

কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, ‘শুধুমাত্র বাঁচার জন্য কেন্দ্রীয় সরকারের জুতো পালিশ করছে শুভেন্দু। সারদা-নারদ কেলেঙ্কারি, নিজের জেলায় ত্রিপল কেলেঙ্কারিতে নাম রয়েছে শুভেন্দুর। সেই কারণেই কেন্দ্র সরকারের জুতো পালিশও করে দিচ্ছে। সিবিআইয়ের উচিত আগেই শুভেন্দুকে গ্রেফতার করা’।

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, হলদিয়ার তৃণমূল সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, কাউন্সিলর তপন নস্কর, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামানিক এবং রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর