রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ কুণালের, কী বললেন তৃণমূল নেতা? তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কলকাতা পুলিশের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই অভিযোগের প্রেক্ষিতে শাহি মন্ত্রকের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সম্প্রতি জানায় একটি জনপ্রিয় সংবাদসংস্থা। সোমবার এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তৃণমূল নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh)। জবাবে কার্যত রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ করেন তিনি।

রাজ্যপালকে কী বললেন কুণাল (Kunal Ghosh)?

রবিবার প্রখ্যাত একটি সংবাদসংস্থার তরফ থেকে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপাল বোস (Governor CV Ananda Bose)। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই উচ্চপদস্থ পুলিশকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। গতকাল এই নিয়ে কুণালকে (Kunal Ghosh) জিজ্ঞেস করা হতেই চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন তিনি।

কুণাল বলেন, ‘এখনই এই বিষয়ে দলের তরফে কোনও কথা বলতে চাই না। কারণ এটা কে,কী করছে, কে, কাকে কী জানিয়েছে, এই বিষয়ে যথাযথ ফোরামে আলোচনার পর যদি প্রশাসন বা সরকার মনে করে কিছু জানাবে তাহলে নিশ্চিতভাবেই জানানো হবে’। এরপরেই তিনি বলেন, রাজ্যপাল বোসের (CV Ananda Bose) যদি সৎসাহস থাকে তাহলে ওনার তদন্তের মুখোমুখি হওয়া উচিত।

আরও পড়ুনঃ ‘৫ লক্ষ…’! হুগলির স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার সাংসদ রচনার, প্রশংসায় পঞ্চমুখ সকলে

তৃণমূল (Trinamool Congress) নেতার কথায়, ‘কেউ যদি ভাবেন আমি একটা ঘটনা ঘটালাম, আমার সুরক্ষাকবচ রয়েছে বলে কেউ আমায় কিছু করতে পারবে না। ন্যায়বিচারের প্রশ্নে কেউ যদি কোনও প্রকার তদন্ত অথবা প্রাথমিক তদন্ত শুরু করেন তাহলে তাঁদের থামাতে হবে, পুলিশের ওপর চাপ দেওয়া হবে, তাহলে বলতে হবে এটাই হল প্রভাবশালীদের চাপ, এটাকেই প্রভাবশালীদের খেলা বলে’।

Kunal Ghosh comment on Delhi Taj Hotel Governor CV Ananda Bose

এরপর সরাসরি রাজ্যপালের ‘সৎসাহস’ নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, ‘উনি (রাজ্যপাল) যদি কোনও অপরাধ না করে থাকেন, ওনার যদি সৎসাহস থাকে তাহলে ওনার তদন্তের সম্মুখীন হওয়া উচিত। পুলিশ ডেকে বলা উচিত, আসুন কথা বলে যান। পুলিশ তো রাজ্যপালকে বিরক্ত করেনি, নিজের মতো কাজ করেছে। ওনার সাংবিধানিক রক্ষাকবচকে মর্যাদা দিয়ে সম্পূর্ণ নিয়মনীতি মেনেছে। তবে সেখানে যদি তাঁদের ওপর ব্যবস্থা নিতে হয়, তাহলে তো ফের সেই প্রশ্ন আসবে যে দিল্লির তাজ প্যালেস হোটেল, রাজভবনে কী হয়েছিল?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর