‘অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেননি’, ‘সুপ্রিম’ ধাক্কার পরই সাফাই কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কুন্তল ঘোষের চিঠি মামলায় আজই সুপ্রিম ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এরই মধ্যে ‘অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেননি’ বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন সুপ্রিম কোর্টে অভিষেক মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে সেই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কুণালবাবু। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করব না। এটা আদালতের রায়। অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেননি। সুপ্রিম কোর্টের কোনও নির্দেশের উপর দাঁড়িয়ে আমি এখন কোনও মন্তব্য করব না।’

প্রেক্ষাপট : শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। সোমবার সেই মামলার শুনানিতেই রক্ষাকবচ পাননি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই মুহূর্তে মামলায় হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা। তাই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত, হুগলীর প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা চিঠিতে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি সাফ নির্দেশ দেন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই।

পরে অবশ্য ঘটনাক্রমে সেই মামলার এজলাস নদল হয়েছে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কাছে। তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই রাখেন। সাথেই অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও নির্দেশ দেন। এরপরই এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আজ সেই মামলার শুনানিতেই বড় রায় দিল শীর্ষ আদালত।

abhishek sc

অভিষেকের বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্ত বাধাহীন। অভিষেককে FIR খারিজেরও আবেদন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না। সেই বিষয়ে মিলেছে স্বস্তি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক সাক্ষী ও অভিযুক্তের বয়ানে অভিষেকের নাম উঠে এসেছে। তার ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

অন্যদিকে, আজ সর্বোচ্চ আদালতে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম ভি রাজু মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে জানান, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কিছু যোগ পাওয়া গেছে।’ তবে তদন্তের কোনও অংশে নিয়ে কোনও আইনি আপত্তি থাকলে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন অভিষেক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর