বুলডোজার নিদানের জের, বিচারপতি গাঙ্গুলিকে সরাসরি বিজেপি-সিপিএমের দালাল বলে কটাক্ষ কুণালের

বাংলাহান্ট ডেস্ক : মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বাংলা। ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তার কথায়, ‘গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। দরকারে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন’।

কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন শাসক দলের নেতারা। এমনকি, শুক্রবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন তিনি।

   

কুণাল ঘোষ আরও বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ দেখানোর লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। বুলডোজার যদি দরকার হয় তাহলে রাজ্য সরকারের বুলডোজার আছে সেটা দেখতে পারেন না। বিজেপি উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিরোধী বিজেপি সিপিআইএম-এর দালাল’।

কুণাল ঘোষের কথায়, ‘রাজ্যসরকারের কাছেও বুলডোজার আছে।’ পাশাপাশি তিনি বিচারপতিকে ‘অন্ধ বিরোধী তৃণমূল’ বলেও তীব্র ভাষায় আক্রমণ করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেও শাসকদলের চক্ষুশূল হয়ে উঠেছে। আগেও অবশ্য বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘দিদি একা সামলাতে পারছেন না। দিদির পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে’।

Justice Gangopadhyay, kunal

ফলে, ঠাণ্ডা লড়াই দীর্ঘদিন ধরেই চলছে বিচারপতি ও শাসকদলের। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে বকেয়া সংক্রান্ত একটি মামলা শুনানিতে কড়া মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এইভাবে গোটা রাজ্য নষ্ট হয়ে যাবে। ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে’।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর