এবার নিশানা পাক অধিকৃত কাশ্মীর

বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ৩৭০ নম্বর ও ৩৫ এ ধারা খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করে। যখন কাশ্মীর ইস্যু নিয়ে তোলপাড় গোটা দেশের রাজনীতি সেই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরের দাবি জানালেন সংঘ ঘনিষ্ঠ সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতি।

গত শনিবার দিল্লীতে এই সংগঠনের বৈঠকে একাধিক সাধু প্রস্তাব দেন, “ভারত এবার পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চীন কে দখল করুক।”তবে কি ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় সন্ত সমিতি!

Screenshot 2019 0812 165935প্রধানমন্ত্রী যখন মোদী, তখন সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

Udayan Biswas

সম্পর্কিত খবর