মুম্বাইয়ে শোচনীয় অবস্থা, অক্সিজেন থেকে শুরু করে শ্মশান পর্যন্ত সব যায়গায় মারামারি

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ধাক্কা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে গোটা দেশে। একেরপর এক রেকর্ড ভেঙে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী (Coronavirus)। তবে সেই তালিকায় সব থেকে ভয়াল চিত্র দেখতে মিলছে মহারাষ্ট্রে (Maharastra)।  করোনা সংক্রমণের শুরু থেকেই গোটা দেশের মধ্যে এই রাজ্য শীর্ষে অবস্থান করে আসছে। এমনকি গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন। আর ওই রাজ্যের মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বাণিজ্য নগরী মুম্বাইয়ে।

সেখানকার স্বাস্থ্য পরিষেবা ক্রমে বিপর্যস্ত হয়ে পড়ছে। নগরীর (Mumbai) হাসপাতাল গুলিতে শয্যার অভাব দেখা দিচ্ছে। এমনকি রোগীদের অক্সিজেন পেতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলত পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হয়ে উঠছে সেখানে। ওই শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। এই নিয়ে মুম্বাইয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৭।

Latest Covid-19 News, Photos, Latest News Headlines about Covid-19 - The Hindu BusinessLine

খবর অনুযায়ী, মুম্বাইয়ের দহিসা এলাকার এক ব্যক্তিকে তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তির জন্য ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ আইসিইউ-তে শয্যা নেই পর্যাপ্ত। ওই পরিবারের তরফে জানানো হয়, হাসপাতালের তরফে তাঁদের ফোনে জানানো হয় সেখানে শয্যা রয়েছে। কিন্তু সেখানে আসার পরে আর তা মিলছে না। অন্যদিকে, হাসপাতালে শয্যা না পাওয়ায় করোনার রোগীদেরও অ্যাম্বুলেন্সে বসে অক্সিজেন নিতে হচ্ছে সেখানে। তবে তাদের অক্সিজেন শেষ হওয়ার পরে ঘটছে আরও বিপত্তি। কারণ অপর্যাপ্ত অক্সিজেন থাকায় মিলছে না দ্বিতীয় সিলিন্ডারটি।

প্রসঙ্গত, করোনার এই উদ্বেগ জনক পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সেখানে হোটেল আর ব্যাঙ্কোয়েট হলকে কোভিড কেয়ার ইউনিট হিসেবে (Covid Care Unit) ব্যবহার করা হচ্ছে। এই কোভিড কেয়ারে ইউনিটে করোনা আক্রান্ত কম আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। অভিজাত হোটেলের সঙ্গে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালগুলোর চুক্তি হয়েছে। সেখানেই অল্প উপসর্গ নিয়ে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসা করা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকদের অনুমতি নিয়েই স্থানান্তরিত করা হবে ওই রোগীদের।


সম্পর্কিত খবর