লাদাখে ভারতীয় সেনার স্মৃতিসৌধকে চীনের বলল টুইটার, নেটদুনিয়ায় ভারতীয়রা উগড়ে দিল ক্ষোভ

লাদাখের (ladakh) একটা বড় অংশকে বারবারই নিজেদের বলে দাবি করে চীন (china)। এই নিয়ে গত কয়েকমাস ধরে উত্তপ্ত চীন-ভারত সীমান্ত পরিস্থিতি। এরই মধ্যে আগুনে ঘি ঢালল জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার। জিও লোকেশন সার্ভিসে লাদাখের একটি অংশকে চীনের বলে দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এই সামাজিক মাধ্যমে।

images 16 11

লেহ শহর থেকে চার কিলোমিটার দূরে লেহ থেকে কার্গিল যাওয়ার পথে তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ হওয়া বীর সেনানীদের স্মৃতি সৌধ। সেই স্মৃতি সৌধে গিয়েছিলেন সাংবাদিক নীতিন গোখলে। সেখান থেকে টুইটারে একটি লাইভ করেন তিনি।

এই লাইভেই টুইটার জিও লোকেশন সার্ভিসে লেহকে চীনের অংশ বলে দেখা যায়। নীতিন গোখলের পোস্ট করা স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে  “লেহ-পিপসল রিপাবলিক অফ চায়না”। স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ভারতীয় নেটিজেনদের ক্ষোভ উপচে পড়ে। যদিও এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায় নি টুইটার।

IMG 20201019 123935

এর আগে, অরুণাচল প্রদেশকে (arunachal pradesh) ভারতের (india) অংশ বলেই মনে করে না চীনা (china) মোবাইল ফোন নির্মাতা সংস্থা xiaomi! এমনটা অভিযোগ করেই নেটপাড়ায় ক্ষোভ উগড়ে দিলেন এক নেটিজেন। তার বক্তব্য অরুনাচল প্রদেশের রাজধানী ইটানগরে শাওমির আবহাওয়ার অ্যাপ কাজ করে না।

#XiaomiJawabDo হ্যাশট্যাগে জনপ্রিয় টেক ইউটিউবার গৌরব চৌধুরী শাওমিকে এই প্রশ্ন করতেই তা সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয়ে যায়। শাওমি চীনা কোম্পানি হওয়ায় বিষয়টি সাথে সাথেই রাজনৈতিক মোড় নেয়।

জানিয়ে রাখি, লাদাখের মতো অরুনাচল প্রদেশকেও নিজেদের অংশ বলে মনে করে চীন। কিছুদিন আগেই চীনা বিদেশ মন্ত্রক এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলে,  ‘‘চিন-ভারত সীমান্তের পূর্ব দিক ও দক্ষিণ তিব্বত সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। চিনা এলাকায় বেআইনি ভাবে তৈরি করা তথাকথিত অরুণাচল প্রদেশের অস্তিত্ব কখনওই স্বীকার করিনি।’’

 

সম্পর্কিত খবর