কৃষকদের পিষে ফেলে এভাবে চলে যায় গাড়ি, ভিডিওর মাধ্যমে প্রমাণ দিল কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের লখিমপুরায় রবিবার হয়ে যাওয়া কাণ্ডের পর চারিদিকে তুমুল হৈচৈ পড়ে গিয়েছে। এই ঘটনার পর চারিদিকে নতুন নতুন তথ্য সামনে আসছে। সোমবার একটি নতুন ভিডিও (Video) সামনে এসেছে। ওই ভিডিওতে বিক্ষোভরত কৃষকদের উপর একটি গাড়ি চড়েছে তা দেখা যাচ্ছে। ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, একটি গাড়ি বিক্ষোভকারীদের পিষে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে।

কংগ্রেস ছাড়াও আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এবং অন্যান্য বিরোধী দলের নেতারা ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন। তাঁরা দাবি করেছে যে, এই ভিডিও লখিমপুরার। পাশাপশি তাঁরা বিজেপিকে আক্রমণও করেছে।

কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘লখিমপুরা থেকে বিচলিত করা ঘটনার দৃশ্য।” যদিও, ভিডিওতে দেখা যাচ্ছে না যে, গাড়ি কে চালাচ্ছে? তবে এটা পরিস্কার দেখা যাচ্ছে যে, গাড়িটি কৃষকদের পিষে দিয়ে এগিয়ে যাচ্ছে। ভিডিওতে ঘটনাস্থলে প্রচুর সংখ্যাক প্রদর্শনকারীদের দেখা যাচ্ছে। ট্যুইটারে প্রশ্ন করা হয়েছে যে, মোদী সরকার এই ঘটনা নিয়ে চুপ কেন?

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং ভিডিও পোস্ট করে যোগী সরকারকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, ‘এরপরেও কোনও প্রমাণ চাই কী? ভিডিওতে দেখুন ক্ষমতার অহংকারে ডুবে থাকা গুন্ডা কীভাবে কৃষকদের পিষে মেরে ফেলে।”

Koushik Dutta

সম্পর্কিত খবর