বাংলাহান্ট ডেস্কঃ লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav) বর্তমান দিনে সংবাদের শিরোনামে উঠে এসেছে। পার্টির হোর্ডিং থেকে সরিয়ে দিয়েছে পিতা লালু প্রসাদ যাদবের ছবি। এই নতুন হোর্ডিং বিহারের রাজধানী পাটনার বিভিন্ন জায়গায় বসানোও হয়েছে।
ঔরঙ্গজেবের মত আচরণ করার অভিযোগ
এই ঘটনার ভিত্তিতে বিজেপির রাজ্য সভাপতি ডাঃ সঞ্জয় জয়সওয়াল রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছেন, তেজস্বী যাদবকে দেখে ঔরঙ্গজেবের কথা স্মরণে আসে। তিনি যেমন কারো কথা শুনতেন না, কাউকে বিশ্বাস করতেন না, তেমনই তেজস্বী যাদব কাউকে মানছেন না। স্ব রঘুবংশ বাবুর সাথে তিনি কি করেছিলেন, সেকথা এখনও তা সকলেরই মনে আছে। কিন্তু বর্তমানে পোস্টার থেকে নিজের পিতার ছবি সরিয়ে আরজেডি জাতীয় সভাপতি লালু প্রসাদের সাথে তিনি কি করতে চান, তা এখনও বোঝা যাচ্ছে না।
নতুন পোস্টারে নেই লালু
সঞ্জয় জয়সওয়াল আরও বলেছেন, নতুন হোর্ডিং দেখে সেখানে আর কারো ছবি আছে বলে তো মনে হচ্ছে না। তেজস্বী যাদবের মুখই শুধু দেখা যাচ্ছে এবং তাঁর ছবিই বড় করে দেওয়া রয়েছে। সেইসঙ্গে রয়েছে নতুন শ্লোগানও। ‘নয়া সোচ, নয়া বিহার, যুব সরকার আবকি বার’। পার্টির এই নতুন পোস্টারে লালু প্রসাদ যাদব না থাকায় জটিলতা বাড়ছে।
বর্তমানে তেজস্বী যাদব নিজের পরিবারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে পার্টির একছত্র নায়ক হয়ে উঠছে তেজস্বী যাদব। নিজের প্রয়োজনে সে এখন লালু প্রসাদ যাদবের থেকে মুক্তি চাইছে, যা নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।