চমকের পর চমক! মেসির পাশাপাশি ভারতে আসবেন আরও ২ কিংবদন্তি, বেজায় খুশি অনুরাগীরা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ফের ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির বহু প্রতীক্ষিত “GOAT Tour to India 2025”-এর প্রসঙ্গে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ এখন এই সফরের অংশ হবেন। এই বিষয়টি ভারতীয় ফুটবল অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, এবার ৩ জন ফুটবল কিংবদন্তিকে ভারতের মাঠে একসঙ্গে দেখা যাবে।

মেসির পাশাপাশি ভারতে আসবেন (GOAT Tour to India 2025) আরও ২ কিংবদন্তি:

ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা করে লিখেছেন, গেম সেট ম্যাচ! এবার সবকিছু ঠিক আছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের কিংবদন্তি লুইস সুয়ারেজ “GOAT Tour to India 2025”-এ মেসির সঙ্গে যোগ দেবেন।

Latest update of GOAT Tour to India 2025.

জানিয়ে রাখি যে, আর্জেন্টিনার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডি পল। যিনি মাঠে এবং মাঠের বাইরে মেসির অন্যতম বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবেচিত হন। এদিকে, লুইস সুয়ারেজ, বর্তমানে স্প্যানিশ লিগ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। তিনি বর্তমান প্রজন্মের বিপজ্জনক স্ট্রাইকারদের মধ্যে অন্যতম একজন। সুয়ারেজ তাঁর কেরিয়ারে ৫০০ টিরও বেশি গোল করেছেন এবং বার্সেলোনা ও লিভারপুলের হয়ে একাধিক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন।

আরও পড়ুন: ৫ বছরে ১,৬০৩ শতাংশ রিটার্ন! অথচ এবার ব্যান, ২ বছরের জন্য সরকারি টেন্ডার থেকে বাদ এই সংস্থা

একসঙ্গে দেখা যাবে এই কিংবদন্তি ত্রয়ীকে: জানিয়ে রাখি যে, বার্সেলোনায় থাকাকালীন, সুয়ারেজ, মেসি এবং নেইমারের ত্রয়ীকে ফুটবল ইতিহাসের সবচেয়ে মারাত্মক জুটি হিসেবে বিবেচনা করা হত। সেই সময়ে, তাঁরা ওই ক্লাবকে ৪ টি লা লিগা শিরোপা এবং ২০১৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেন। এদিকে, মেসি ইতিমধ্যেই ভারত সফরের কথা নিশ্চিত করেছেন এবং আবারও ভারতের মতো ফুটবলপ্রেমী দেশে আসতে পারার বিষয়টিকে সম্মানের বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: কৃষকরাও পেলেন দীপাবলির উপহার! জোড়া প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, খরচ হবে ৩৫,৪৪০ কোটি

ভারতের ৪ টি শহরে ফুটবলের জাদু প্রদর্শিত হবে: উল্লেখ্য যে, “GOAT Tour to India 2025”- আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় শুরু হবে। এরপর মেসি এবং তাঁর দল আহমেদাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লিতে সফর করবেন। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এই সফরটি কেবল ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক প্রমাণিত হবে না, বরং দেশের ফুটবল সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।