বাংলা হান্ট ডেস্ক: সংসদের নথির মাধ্যমে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের এপ্রিলে রাজ্যসভায় ওয়াকফ (সংশোধনী) বিল (Waqf Amendment Bill) ২০২৫ পাসের সময়ে ভোট দেওয়া ৭ জন বিজেডি সাংসদের মধ্যে ৫ জন এবং YSR কংগ্রেসের ৭ জন আইনপ্রণেতার মধ্যে ১ জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘ ১২ ঘন্টারও বেশি সময় ধরে বিতর্কের পর গত ৪ এপ্রিল ভোরে বিলটি ১২৭-৯৫ ভোটে পাস হয়। যদিও বিরোধীরা বিলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে, প্রাথমিকভাবে বিরোধিতা করার পর, বিজেডি তাদের সাংসদদের ভোট দেওয়ার অনুমতি দিয়েছিল।
ওয়াকফ সংশোধনী বিলের (Waqf Amendment Bill) প্রসঙ্গে মিলল বড় আপডেট:
জানিয়ে রাখি যে, এক্ষেত্রে ইন্ডিয়া জোটটি ১০০ টিরও বেশি ভোটের আশা করেছিল। তবে, ভোটাভুটির পর এটা স্পষ্ট ছিল না যে আইনটির পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলির মধ্যে কে কে বিলটির (Waqf Amendment Bill) পক্ষে ছিলেন। এমতাবস্থায়, রাজ্যসভা বিতর্কের আনুষ্ঠানিক “ফ্লোর ভার্সন” প্রকাশ করেছে। যার মধ্যে ভোটের বিবরণ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুজিবুল্লা খান বিলের বিরুদ্ধে ভোট দিলেও দেবাশীষ সামন্ত্রয় দলের অবস্থানে “বিভ্রান্তির” কারণে অনুপস্থিত ছিলেন। এখন জানা গেছে যে, ৫ জন বিজেডি সাংসদ-সস্মিত পাত্র, সুলতা দেও, শুভাশীষ খুন্তিয়া, মানস রঞ্জন মঙ্গরাজ এবং নিরঞ্জন বিশি – বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোট দিয়েছেন।
এদিকে, বিজেডির ফ্লোর লিডার পাত্রকে দলের ভেতরেই একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে বিলের বিরোধিতা করে দলীয় লাইন থেকে সরে আসার অভিযোগ রয়েছে। সস্মিত পাত্র জানান যে, বিজেডি বিলের (Waqf Amendment Bill) বিরোধিতা করবে। কিন্তু ভোটাভুটির কয়েক ঘন্টা আগে তিনি ঘোষণা করেছিলেন যে সাংসদরা তাদের বিবেক অনুসারে ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং কোনও হুইপ জারি করা হয়নি। এর আগে, এমন খবরও প্রকাশিত হয়েছিল যে কেবল পাত্র এবং দেও বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং খান এর বিরোধিতা করেছেন। অন্যদের বিষয়ে কোনও স্পষ্টতা ছিল না।
বিজেডির একজন প্রবীণ নেতা দাবি করেছেন, সস্মিত পাত্রকে এই সিদ্ধান্তের জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। যদিও, তিনি এই বিষয়ে ফোন এবং টেক্সট বার্তার কোনও উত্তর দেননি। পাশাপাশি, YSR কংগ্রেস সম্পর্কেও বিভ্রান্তি ছিল। কারণ প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল যে তারা তাদের সাংসদদের জন্য হুইপ জারি করেনি। তবে, ৩ এপ্রিল রাতে, ভোটগ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে, তারা তাদের সাংসদদের বিলের বিরুদ্ধে ভোট দিতে বলে।
আরও পড়ুন: LIC থেকে অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা সরকারের! কেন এমন পদক্ষেপ? জানুন বিশদে
এমতাবস্থায়, YSR কংগ্রেসের পক্ষ থেকে কেবল পরিমল নাথওয়ানি বিলের পক্ষে ভোট দেন। অন্য ৬ জন সাংসদ অযোধ্যা রামি রেড্ডি, সুভাষ চন্দ্র বোস পিল্লি, গোল্লা বাবুরাও, মেদা রঘুনন্দ রেড্ডি, এস নিরঞ্জন রেড্ডি এবং ওয়াই ভি সুব্বা রেড্ডি বিলের বিরোধিতা করেন। আপ নেতৃত্বের সাথে বিরোধিতাকারী স্বাতী মালিওয়ালও বিলের (Waqf Amendment Bill) বিরুদ্ধে ভোট দেন।
আরও পড়ুন: বারংবার জড়িয়েছেন বিতর্কে! হন “সাসপেন্ড”-ও! সেই বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করল বিজেপি
এছাড়াও জানিয়ে রাখি যে, BRS এবং AIADMK-র ৪ জন করে সাংসদ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। পাশাপাশি, কংগ্রেস (২৭) থেকে শুরু করে ডিএমকে (১০), আরজেডি (৫), সিপিআই-এম (৪), সমাজবাদী পার্টি (৪), মুসলিম লীগ (২), সিপিআই (২) এবং শিবসেনা-ইউবিটি (২)-র রাজ্যসভার সাংসদরাও এই বিলের (Waqf Amendment Bill) বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।