বাংলা হান্ট ডেস্ক: এবছর শুরু থেকেই রেকর্ড গরম পড়েছে রাজ্যে। প্রচন্ড গরমে (Summer) প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গ (South Bengal) বাসীর। তাই এই গরমের হাত থেকে বাঁচতে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। কবে যে বৃষ্টি’টা আসবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলেই। উত্তরের গন্ডি পেরিয়ে কবে দক্ষিণবঙ্গেও ঝেঁপে নামবে বৃষ্টি। সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের মানুষ।
যদিও ইতিমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহেই বঙ্গে ঢুকবে বর্ষা। কিন্তু সত্যিই কি তাই? চলতি সপ্তাহে কি সত্যিই দেখা মিলবে বৃষ্টির? তা নিয়েই এখনও বেশ ধন্দে রয়েছেন দক্ষিণবঙ্গবাসী। চলতি সপ্তাহ জুড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে মেঘলা আকাশ। দক্ষিণের মোটামুটি সমস্ত জেলাগুলোতে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
যদিও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেই জানা যাচ্ছে। সঙ্গে ব্যাপক বজ্র-বিদ্যুৎ চমকাবে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর সেই ৩১ মে থেকেই ইসলামপুরে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। জানা যাচ্ছে এবার এই মৌসুমী বায়ু গতিপথ পরিবর্তন করলেও করতে পারে।
হাওয়া অফিস বলছে এই সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। আর তারপরেই আগামী দু-তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি এলাকাগুলি ছাড়াও ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে।তবে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট সময়ের আগে বৃষ্টি শুরু হলেও এখনই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ কাঁপাবে তুমুল ঝড় বৃষ্টি, তড়িঘড়ি সতর্কতা জারি
তবে সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহেও ভারী বৃষ্টি হতে পারে। তাই আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলা গুলিতে গরম ও অস্বস্তি একটু বেশিই অনুভূত হবে। কলকাতায় বৃষ্টি না হলেও ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
তবে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়তে পারে। তবে অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।