লাগু হবে ‘এক দেশ এক আইন”, সাধারণ মানুষ ও ধর্মীয় সংগঠনগুলির পরামর্শ চাইল ল কমিশন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারও একবার ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে সাধারণ মানুষ ও ধর্মীয় সংগঠনগুলির কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ল কমিশন (Law Commission of India)। এই নিয়ে আবার নতুন করে জল্পনা আরম্ভ হয়েছে। ল কমিশন আজ বুধবার অর্থাৎ ১৪ই জুন একটি বিবৃতি জারি করে বলেছে যে ২২ তম ল কমিশন আবার ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মতামত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সেই ব্যক্তিরা এই বিষয়টি নিয়ে আগ্রহী ও পরামর্শ দিতে ইচ্ছুক, তারা কমিশনকে নিজেদের মতামত জানাতে পারেন। তাদের পরামর্শ দেওয়ার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির নেতৃত্বে ২২ তম আইন কমিশন এই উদ্যোগী ব্যক্তিদের এক মাসের মধ্যে কমিশনের ওয়েবসাইট বা ইমেলে মতামত পাঠাতে বলা হয়েছে।

এর আগের ২১ তম আইন কমিশনও এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। এই নির্দিষ্ট বিষয়ে যে আরও ভাবনাচিন্তার প্রয়োজন সেটা স্পষ্ট করে জানিয়েছিল কমিশন। তারপরে ৩ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন ফের একবার নতুন উদ্যোগে প্রক্রিয়াটি আরম্ভ করা হচ্ছে।

এখানে বলে রাখা প্রয়োজন যে ২২তম আইন কমিশনের মেয়াদ তিন বছর বৃদ্ধি করা হয়েছে। এর পেছনে বিশেষ উদ্দেশ্য আছে বলে মনে করা হচ্ছে। বিচার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা শুরু করেছে।

এখন অনেকের কাছেই এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি নতুন একটি বিষয় হতে পারে। তাদের বোধগম্যতার জন্য বলা যায় যে এই কোডটির উদ্দেশ্য হল ধর্ম নির্বিশেষে সকলপ্রকার দেশবাসীর জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার জাতীয় ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রিত আইনগুলির একটি সাধারণ সেট তৈরি করা। বর্তমানে, বিভিন্ন আইন বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য এই দিকগুলিকে নিয়ন্ত্রণ করে যা কিছুটা সমস্যাজনক।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর