‘যেদিন সলমনকে মারব সেদিন…’ গা শিরশিরে হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের!

বাংলাহান্ট ডেস্ক: লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi), নামটা এখন আর অপরিচিত নয় কারোর। তিনিই সেই কুখ্যাত গ্যাংস্টার যিনি সলমন খানকে (Salman Khan) হত্যা করার চেষ্টা করেছেন। তাও একবার নয়, একাধিক বার। কৃষ্ণসার হরিণ মারার অভিযোগে ভাইজানকে শেষ করতে উঠেপড়ে লেগেছিলেন তিনি। এখন যদিও বিষ্ণোই গরাদের পেছনে। কিন্তু তাঁর তেজ কমেনি এতটুকুও।

জেলে বসেই একের পর এক বিক্ষোরক মন্তব্য করে চলেছেন লরেন্স। সম্প্রতি তাঁর আরো এক সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যেদিন সলমন খানকে মারবেন সেদিন তিনি গুণ্ডা হবেন। প্রকাশ্যেই ভাইজানকে হত্যার পরিকল্পনা বলতে শোনা যায় লরেন্স বিষ্ণোইকে।

Salman

সাক্ষাৎকারে কুখ্যাত গ্যাংস্টার বলেন, ‘গুণ্ডা আমি এখনো পর্যন্ত হইনি। যেদিন সলমন খানকে মারব সেদিন হব। নিরাপত্তা সরলেই সলমনকে খুন করব।’ তিনি আরো বলেন, নিজেকে তিনি এখনো স্টুডেন্ট মনে করেন। হোস্টেল থেকে সোজা গিয়ে ঢুকেছেন জেলে। বাড়ি যাওয়ার সময়ই পাননি।

নিজের পরিকল্পনা, অপরাধ সবকিছুই স্বীকার করেছেন লরেন্স। তিনি জানিয়েছেন, গত ৪-৫ বছর ধরে সলমন খানকে মারার চেষ্টা করছেন তিনি। তবে এই সবকিছু ঠিক হয়ে যেতে পারে। সলমনের বাঁচার উপায়ও বাতলেছেন লরেন্স। ক্ষমা চাইতে হবে ভাইজানকে। বিকানেরের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলেই রেহাই পাবেন সলমন, বক্তব্য লরেন্স বিষ্ণোইয়ের।

তবে তিনি এও বলেন, সলমন খুব অহংকারী। রাবণের থেকেও বেশি অহংকার তাঁর। মুম্বই পুলিসের মারফত অভিনেতার কাছে নাকি বার্তা পাঠানো হয়েছিল বলে জানান লরেন্স। পাশাপাশি পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যা নিয়েও মুখ খুলেছেন তিনি। তবে তাঁর দাবি, এ বিষয়ে তিনি বিশেষ কিছু জানতেন না। পুরো হত্যার পরিকল্পনা করেছিল গ্যাংস্টার গোল্ডি।

Niranjana Nag

সম্পর্কিত খবর