করোনা ভাইরাস এর জেরে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু আইপিএল স্থগিত হলেও আইপিএল হওয়ার আশা এখনই ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন তারকা অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণ। ফাঁকা গ্যালারিতে আইপিএল আয়োজনে পক্ষপাতী অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণ।
একটি স্পোর্টস চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় কোচ তথা বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে জানিয়েছেন যে আইপিএল হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা আশাবাদী। তবে আইপিএলের সূচিতে এবং নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন করতে হবে। যেমন মাত্র কয়েকটি ভেন্যু বেছে নিতে হবে এবং সেই ভেন্যু গুলিতেই আইপিএলের সবকটি ম্যাচ অনুষ্ঠিত করতে হবে। এছাড়াও স্টেডিয়াম সম্পূর্ণরূপে দর্শক শূন্য রেখে আইপিএল অনুষ্ঠিত করতে হবে। এই নিয়ম গুলি মেনে চললেই আইপিএল অনুষ্ঠিত হওয়া সম্ভব।
এছাড়াও প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ আইপিএল হওয়ার আশা দেখছেন। তিনি জানিয়েছেন বিসিসিআই এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি এই ব্যাপারগুলি নিয়ে একটু ভাবনা চিন্তা করলেই এই বছরেই আইপিএল সম্ভব।