অবিবাহিত, নিঃসন্তান! রতন টাটার উত্তরসূরি কে হবেন? এই চার নাম নিয়ে চলছে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শিল্পপতি রতন টাটা। ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। এরপরেই তাঁর উত্তরসূরি (Ratan Tata Successor) কে হবেন তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চারটি নাম। সেগুলি নিয়েই আপাতত জল্পনা কল্পনা চলছে।

  • টাটা কর্তার উত্তরসূরি (Ratan Tata Successor) কে হবেন?

রতন টাটা (Ratan Tata) বিয়ে করেননি। তাঁর কোনও সন্তান নেই। তাঁর প্রয়াণের পর উত্তরসূরি হিসেবে উঠে আসছে সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তানের নাম। সেই সঙ্গেই টাটা কর্তার সর্বকনিষ্ঠ জেনারেল ম্যানেজার তথা বিশ্বস্ত সহযোগী শান্তনু নায়ডুর নাম নিয়েও চর্চা শুরু হয়েছে। প্রখ্যাত এই শিল্পপতির প্রয়াণের পর তাঁর উত্তরসূরি হিসেবে কাদের নাম উঠে আসছে দেখে নেওয়া যাক।

  • লিয়া টাটা (Leah Tata)

নোয়েল টাটার বড় মেয়ে হলেন লিয়া। স্পেনের মাদ্রিদের নামি বিজনেস স্কুল থেকে মার্কেটিং নিয়ে তিনি পড়াশোনা করেছেন। জানা যাচ্ছে, হসপিটালিটি সেক্টরে টাটা গ্রুপের দাপট বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। বর্তমানে ‘তাজ গ্রুপ অফ হোটেলস’এর কাজ দেখভাল করেন লিয়া।

আরও পড়ুনঃ পুজোর পরেই লালবাতি! এবার শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল? নাম দেখেই থ দর্শকরা

  • মায়া টাটা (Maya Tata)

নোয়েল টাটার ছোট মেয়ে হলেন মায়া। জানা যাচ্ছে, রতন টাটার উত্তরসূরি (Ratan Tata Successor) হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ব্রিটেনের বেইস বিজনেস স্কুল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন মায়া। জানা যাচ্ছে, ৩৪ বছর বয়সি মায়া টাটা অপরচুনিটিজ ফান্ড ও টাটা ডিজিটালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইসঙ্গে টাটা নিউ অ্যাপ লঞ্চ করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে খবর।

Ratan Tata successor

  • নেভিল টাটা (Neville Tata)

নোয়েল টাটার পুত্র হলেন নেভিল। টাটা গোষ্ঠীতে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নেভিলও বেইস বিজনেস স্কুলের প্রাক্তনী। নোয়েল-পুত্রের কাঁধে বর্তমানে রিটেইল চেইন ‘ট্রেন্ট লিমিটেড’এর জন্য হাইপারলোকালের কাজ পরিচালনা করার দায়িত্ব রয়েছে।

  • শান্তনু নায়ডু (Shantanu Naidu)

রতন টাটার সৎ ভাইয়ের তিন সন্তান ছাড়াও রতন টাটার উত্তরসূরি হিসেবে আরও একজনের নাম উঠে আসছে। তিনি হলেন শান্তনু নায়ডু। বিগত কয়েক বছরে টাটা কর্তার বিশ্বস্ত সহযোগীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন তিনি। প্রায় সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যেত।

একজন শিল্পপতি হিসেবে শুধু নন, রতন টাটা নিজের কার্যকলাপের মাধ্যমে মানুষ হিসেবেও অনেকের মন জয় করে নিয়েছিলেন। স্বভাবতই তাঁর উত্তরসূরি (Ratan Tata Successor) কে হবেন তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও ব্যাপক। টাটা কর্তার ছেড়ে যাওয়া আসনে কে বসেন সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর