fbpx
ক্রিকেটখেলাটাইমলাইন

প্রিয় বাইক ছেড়ে এখন নতুন প্রেমে মজেছেন ধোনি।

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা ভারতীয় ক্রিকেট ভক্তদের কারোরই অজানা নেই। দীর্ঘদিন ধরে ধোনির বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা লক্ষ্য করা যায়। দেশ- বিদেশের নানান নিত্য নতুন বাইকের সম্ভার রয়েছে ধোনির নিজস্ব শোরুমে। প্রায় দিনই দেখা যায় ধোনি বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাচির রাস্তায়। সেই ধোনিই এবার কিনা বাইক ছেড়ে প্রেমে পড়লেন ট্রাক্টরের। এখনো পর্যন্ত ধোনি ভালো করে ট্রাক্টর চালানো শিখেন নি কিন্তু তার আগেই ধোনি কিনে ফেললেন একটা নতুন ট্রাক্টর।

আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে টুইট করে ধোনির ট্রাক্টর চালানোর ভিডিও পোস্ট হয়েছে। আর তারপরই ধোনির ফ্যানদের মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে ধোনির এই নতুন প্রেম নিয়ে।

জানা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি এই ট্রাক্টরটি কিনেছেন রাঁচিতে তার ফার্ম হউসের জন্য। শুধুমাত্র এই ট্রাক্টর কিনেই তিনি থেমে থাকেননি, জানা গিয়েছে এখন নিয়ম করে প্রত্যেকদিন ট্রাক্টর চালানো শিখছেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।

Back to top button
Close
Close