বাংলা হান্ট ডেস্কঃ মহিলা পুলিশ কনস্টেবল ৩০ বছর বয়সী সোম লতা (Som lata) নিজের এক বছরের দুধের সন্তানকে বাড়িতে রেখে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেন। কার্ফু শিথিল করার সাথে সাথে কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখে মানালি-লেহ মার্গের সাথে সাথে লাহৌল, পাঙ্গি তরফ যাতায়াত করা বাহন গুলোর সংখ্যা লাগাতার বেড়েই চলেছে।
আর সেই কারণে নিজের কর্তব্যে পালনে ব্যস্ত মহিলা কনস্টেবল এক বছরের দুধের শিশুকে বাড়িতে রেখে বাহনের চেকিংয়ে ব্যস্ত থাকেন।
গোশাল গ্রামের সোম লতা ২০১৩ সালে পুলিশে ভর্তি হয়েছিলেন। ২০১৬-১৭ সালে রাজধানী শিমলায় ট্র্যাফিকের দায়িত্ব পান তিনি। এবার তিনি নিজের গৃহ জেলায় দায়িত্ব পালন করছেন।
গোশাল পঞ্চায়েতের উপ প্রধান অজিত কুমার বলেন, সোম লতা আমদের গ্রামেরই মেয়ে। তাঁর এক বছরের সন্তান আছে, আর সেই দুধের শিশুকে সে বাড়িতে ঠাকুমার কাছে দিয়ে নিজের কর্তব্য পালন করতে যান।
কেলাং এর ডিএসপি হেমন্ত কুমার, এসএইচও ঠাকুর দাস, উদয়পুরের এসএইচও ভমোউতি রাম সোম লতার এই দায়বদ্ধতায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।