‘কালী’ পোস্টার সরানো হল টুইটারের তরফে, এবার ছদ্মবেশী শিব-পার্বতীর ধূমপানরত ছবি শেয়ার করলেন পরিচালক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বিতর্ক উসকে দিলেন পরিচালক লীনা মণিমেকালাই (Leena Manimekalai)। বিতর্কিত ‘কালী’ (Kaali) তথ‍্যচিত্রটির পোস্টার টুইটারের তরফে মুছে দেওয়া হতেই আবার নতুন একটি টুইট করেছেন তিনি। এবারেও অভিযোগ গুরুতর। দুই ছদ্মবেশীর ছবি শেয়ার করেছেন তিনি, যারা হিন্দু দেবদেবী শিব পার্বতীর মতো সেজেছেন। তবে যেটা কাড়ছে সেটা হল, এখানেও দুজন ধূমপান করতে ব‍্যস্ত।

‘কালী’ নামে একটি তথ‍্যচিত্র পরিচালনা করছেন লীনা মণিমেকালাই। বিতর্ক শুরু হয়েছে ওই তথ‍্যচিত্রের পোস্টার নিয়ে। সেখানে এক মহিলাকে দেখা গিয়েছে গায়ে নীল রঙ মেখে সিগারেটে সুখটান দিতে ব‍্যস্ত। তাঁর এক হাতে LGBTQ পতাকা। হিন্দুদের আরাধ‍্য দেবী মা কালীর সঙ্গে মহিলার সাজসজ্জার সাদৃশ‍্য থাকায় ক্ষেপে উঠেছিলেন নেটিজেনরা।


ক্ষোভ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দ্রুত বিতর্কের জল গড়ায় রাজনৈতিক মহলে। একাধিক অভিযোগ দায়ের হয় পরিচালকের বিরুদ্ধে। ওঠে তাঁকে গ্রেফতারির দাবি। কানাডার আগা খান মিউজিয়ামের মিউজিয়ামের তরফে তথ‍্যচিত্রটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। তারপরেও থামেননি পরিচালক লীনা।


টুইটারের তরফে বিতর্কিত ‘কালী’ পোস্টারটি মুছে দেওয়ার ঘটনাটিকে ‘হাস‍্যকর’ বলে কটাক্ষ করেছেন তিনি। একাধিক এফআইআর দায়ের হওয়ার পর ওই পরিচালক জানিয়েছেন, ‘এক সন্ধ‍্যার ঘটনাবলীকে ঘিরে এই ছবির বিষয়বস্তু আবর্তিত হয়, যখন কালী টরন্টোর রাস্তায় আবির্ভূতা হন।’ কানাডাবাসী পরিচালকের আর্জি, পোস্টারটি দেখলে এবার থেকে গ্রেফতারি নয়, ভালবাসার সুর চড়াবেন।

এখানেই শেষ নয়। আরেকটি টুইটে পরিচালক লিখেছেন, ‘আমার কিছুই হারানোর নেই। আমি একটা কণ্ঠস্বরের সঙ্গে থাকতে চাই যা কোনো ভয় ছাড়াই কথা বলে। যদি বিনিময়ে আমার জীবন দিতে হয় তাই দেব।’

সম্পর্কিত খবর

X