রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল 2007 সালে ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার ফলে সেই বিশ্বকাপের পর মানসিকভাবে একেবারে ভেঙ্গে পড়েছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এমনকি ক্রিকেট ছাড়ার মতো বড় সিদ্ধান্ত তিনি প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু সচিনের সেই কঠিন সিদ্ধান্ত থেকে ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন শচিনকে আবার স্বমহিমায় ফিরিয়ে এনেছিলেন বাইশ গজে।
আর সেই কোচ গ্যারি কার্স্টেনের হাত ধরেই 2011 সালে 28 বছর পর বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল। এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন বলেন, “আমি যখন ভারতে কোচিং করতে এসেছিলাম তখন জানতে পেরেছিলাম সচিনের মত এত বড় একজন ক্রিকেটার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। শচীনের কথায় সেই সময় তিনি ঠিক মতো ব্যাটিং পজিশন পাচ্ছিলেন না, আর সেই কারণেই তিনি খেলাটাকে আগের মতো উপভোগ করতে পারছেন না। আর তাই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চান।”
এরপর গ্যারি কার্স্টেন বলেন সেই সময় আমি শচীনকে কোন প্রকার ক্রিকেট শেখায় নি কারণ শচীনকে ক্রিকেট শেখানোর জন্য আমি আসেনি। শচীন এত বড় মানের একজন ক্রিকেটার সে জানে কেমন করে খেলতে হয়। সেই সময় ভারতীয় দলে আমার কাজ ছিল শচীন যাতে ঠিকমত ভাবে খেলাটা চালিয়ে যেতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা। আমি সেই কাজটা ঠিকমতো করেছিলাম এবং শচীনের কাছ থেকে তার সেরাটা বার করে নিয়েছিলাম।