বাংলাহান্ট ডেস্কঃ জাল পাসপোর্ট সহ প্যারাগুয়েতে গ্রেফতার হলেন ব্রাজিলের বিশ্বকাপার রোনাল্ডিনহো। একই সাথে প্যারাগুয়ের রাজধানী শহর আসুনসিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে তার ভাই রোবার্তোকেও। নিজের পুরনো সতীর্থকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুপারস্টার লিও মেসি ৷
ব্রাজিলিয়ান মহাতারকার হোটেল রুমে তল্লাশি চালিয়ে প্যারাগুয়ের পুলিশ জাল পাসপোর্ট-সহ অন্যান্য ভুয়ো কাগজপত্র উদ্ধার করেছে। প্যারাগুয়ের অভ্যন্তরীণ মন্ত্রী ইউক্লিডিস বলেছেন, ‘‘রোনাল্ডিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল। এটা অপরাধ। এই কারণেই ওকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।’’ প্যারাগুয়ের এক ক্যাসিও মালিক রোনাল্ডিনিহোকে আমন্ত্রণ জানিয়েছিলেন , বুধবার সেই আমন্ত্রণ নিয়ে তিনি যখন পৌঁছন তখন তাঁর একটি শিশুদের ফুটবল ক্লিনিক অংশ নেওয়ার কথা ছিল ৷ পাশাপাশি একটি বই প্রকাশও ছিল ৷
রোনাল্ডিনহোর পাসপোর্টে তাঁর নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও তাঁর নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা। যদিও তিনি আদতে ব্রাজিলের বাসিন্দা। ব্রাজিল সরকারের অনুমতি ছাড়াই তিনি প্যারাগুয়েতে ফিশিং ট্রাপ তৈরী করেন। যার জেরে বিপুল অঙ্কের জরিমানা হয় তার। শোধ করতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর পাসপোর্ট।
ক্যারিয়ারের বেশিরভাগ অংশ ইউরোপীয় ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন, বার্সেলোনা এবং এ.সি. মিলানে পাশাপাশি ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন। প্রায়শই তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন এবং অনেককে সর্বকালের অন্যতম সেরা হিসাবে বিবেচিত হন, রোনালদিনহো দুটি ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং একটি ব্যালন ডি’অর জিতেছিলেন।