রাজ্য বকেয়া মিটিয়ে দিলেই সপ্তম পে কমিশন চালু করবে কেন্দ্র! চিঠিতে টাইট ডেডলাইন, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ এবার বকেয়া প্রদান নিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠাল কেন্দ্র সরকার (Central Government)। সেই এপ্রিল মাসে সপ্তম পে কমিশন (7th Pay Commission) কার্যকর হলেও বকেয়া টাকা থেকে এখনও বঞ্চিত পঞ্জাবের (Punjab) লুধিয়ানার গুরু অঙ্গদ দেব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষক এবং কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে সপ্তম বেতন কমিশনের বকেয়া নিয়ে বহুদিন থেকে জোর তরজায় রাজ্য ও মোদী সরকার। এই উত্তপ্ত আবহেই এবার কেন্দ্র তরফে এল চিঠি।

নতুন বছর শুরুর আগেই চিঠি দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছে সপ্তম পে কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ অর্থ প্রদান রাজ্য সরকারকে করতে হবে। যদি রাজ্য তাতে রাজি থাকে তাহলে বাকি ৫০% টাকা দেবে কেন্দ্র সরকার। শুধু তাই নয় রাজ্য সরকারকে চিঠিতে ডেডলাইনও বেঁধে দিয়েছেন কেন্দ্র।

কেন্দ্র তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ অর্থ প্রদান করতে হবে। যদি কোনও কারণে রাজ্য তা দিতে রাজি না হয় তাহলে কেন্দ্র নিজের যে ৫০ শতাংশ অর্থ মেটাবে বলে চিঠিতে উল্লেখ করেছে সেই প্রস্তাবও বাতিল হয়ে যাবে।

অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল এই বিষয়ে গুরু অঙ্গদ দেব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, লুধিয়ানাকে চিঠি দিয়েছে। এই নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যদি রাজ্য কেন্দ্রের চিঠিতে উল্লেখিত শর্ত মেনে নেয় তাহলে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দেবে কেন্দ্র।

da hike v

আরও পড়ুন: উপচে পড়বে টাকা! নতুন বছর বিরাট উপহার দেবে কেন্দ্র সরকার, সুবিধা পাবেন ১ কোটির বেশি মানুষ

প্রসঙ্গত উল্লেখ্য, সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মোট বকেয়া রয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা। কেন্দ্র সরকারের শর্ত অনুযায়ী এর মধ্যে রাজ্য সরকারকে ৫০% টাকা মেটাতে হবে। তাহলে সরকারের ভাগে পড়ছে ৬ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৩৮৪ টাকা। এই বকেয়া রাজ্য মেটাবে কি না সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর