বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের শেষ পর্যন্ত উঠেছে এই প্রজন্মের তথা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে। অনেকেই এই ট্রফি জয়কে আখ্যা দিচ্ছেন পোয়েটিক জাস্টিস হিসেবে। ফাইনালে ফ্রান্সকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে টাইব্রেকার থেকে ম্যাচ জেতার পর আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ আর যেন বাঁধ মানেনি।
এক এক জন আর্জেন্টাইন সমর্থক এখন এক এক রকম ভাবে নিজেদের আনন্দ উদযাপন করছেন। গোটা বিশ্বজুড়ে একের পর এক ভিডিও সকলের প্রকাশ্যে আসছে এবং তাতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ভক্তদের এই বিশ্বকাপ জয় কে কেন্দ্র করে নানান রকম অভিনব সেলিব্রেশনের ছবি। এরই মধ্যে একটি অভিনব দাবি করলেন বাংলাদেশের এক আর্জেন্টিনা সমর্থক।
বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সামনে একজন আর্জেন্টাইন সমর্থক দাবি করেছেন যে তিনি নাকি মেসিদের যেটাতে ১২ হাজার জিন আনিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নাকি কিছু ভিনগ্রহীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে তারা তাদের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করে মেসিদের হাতে কাপ তুলে দিতে পারেন।
এমনই একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই বাংলাদেশী সমর্থকের দাবি শুনে অনেকেই আশ্চর্য হয়েছেন আবার কেউ কেউ হাসির খোরাক জুটিয়েছেন সেই ভিডিও থেকে। প্রতিবেদনের সাথে সেই ভিডিওটি জুড়ে দেওয়া হল।
এই সবকিছুর মধ্যেই আজ কাতারে বিশ্ব ক্রীড়াতে যেতে আর্জেন্টিনার পা রেখেছে লিওনেল মেসিরা। ভারতীয় সময়ে ভোর নাগাদ বুয়েনস আইরাস এয়ারপোর্টে মেসিদেরকে স্বাগত জানানোর জন্য ভিড় ছিল দেখার মত। হুড খোলা বাস রেডি ছিল তাদেরকে জনগণের মাঝখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কৃতিত্বের পর আর্জেন্টিনার রাষ্ট্রীয় ছুটি ও ঘোষণা করা হয়েছে।