বাংলাহান্ট ডেস্ক : আরও এক নতুন সদস্য যোগ হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari)। ফের মা হল সিংহী ‘তনয়া’। আরও এক শাবকের জন্ম দিল সে। এই নিয়ে চতুর্থ বার মা হল তনয়া। এর আগে তিন শাবকের জন্ম দিয়েছে সে। চার সিংহ শাবককে নিয়ে এখন জমজমাট সাফারি পার্ক (Bengal Safari)। পুজোর আগেই বিশেষ পরিকল্পনাও রয়েছে পার্ক কর্তৃপক্ষের।
মা হল বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari) সিংহী তনয়া
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari) অন্যতম আকর্ষণ সিংহী তনয়া। ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল পশুরাজ দম্পতিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাদের নামকরণ করেছিলেন, সুরজ এবং তনয়া। চার সিংহ শাবককে নিয়ে সাফারি পার্কে (Bengal Safari) সংসার সাজিয়ে ফেলেছে সিংহ দম্পতি।
পার্কে শুরু বিশেষ উৎসব: মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং বন দফতরের সহযোগিতায় সোমবার থেকে এই সাফারি পার্কে (Bengal Safari) শুরু হয়েছে বনমহোৎসব। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রমুখ ব্যক্তিত্বরা।
আরও পড়ুন : ভরা বর্ষায় মুখে চওড়া হাসি ইলিশপ্রেমীদের, এক নৌকাতেই উঠল ৬৫ মণ রূপোলি শষ্য! কত লক্ষ টাকায় বিক্রি হল জানেন?
আগামীতে রয়েছে বড় পরিকল্পনা: মেয়র এদিন সিংহ শাবকের জন্মের খবর দেন। বর্তমানে নবজাত শাবককে নিয়ে নিভৃতাবাসে রয়েছে সিংহী তনয়া। পুজোর আগেই এক দেড় মাসের মধ্যে পার্ক কর্তৃপক্ষ (Bengal Safari) সিংহ সাফারি শুরু করার পরিকল্পনা করছে বলে খবর। বনমহোৎসব উপলক্ষে পার্কে হয় বৃক্ষরোপণ, বিশেষ ট্যাবলোর উদ্বোধনও করা হয়। মেয়র জানান, অনেক নতুন পশুপাখি আনা হয়েছে সাফারি পার্কে (Bengal Safari)। আগামীতে জিরাফ এবং ক্যাঙারু আনার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন : বিয়ের মরশুমে বড় স্বস্তি, শীঘ্রই ধস নামবে সোনার দামে! কততে ঠেকবে?
পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে নিরাপত্তা বাড়াতে পুলিশ ফাঁড়িও বসে যাচ্ছে। একজন অফিসার, দুজন এএসআই, পাঁচজন কনস্টেবল থাকবেন ফাঁড়িতে। পার্কের ভেতরেও পুলিশের বাইক পেট্রলিং চালু থাকবে। অতিরিক্ত ভিড়ের দিনগুলিতে নিরাপত্তা আরও কড়া করতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।