এক মাসে দ্বিতীয়বার, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের! কলকাতায় কত টাকা হল LPG?

বাংলাহান্ট ডেস্ক : মাত্রাহীন মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের! কলকাতা সহ দেশের সব ছোট বড় শহরে আবারও বাড়ল ১৪ কেজি LPG সিলিন্ডার বা রান্নার গ্যাসের দাম। একে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর বাড়ছে, তার উপর রান্নার গ্যাসের দামে বিপুল বৃদ্ধি! যার ফলে, নাভিশ্বাস উঠছে দেশের আমজনতার।

আজ সকালে দেশের তেল কোম্পানিগুলো রান্নার গ্যাসের দাম ৩.৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কলকাতায় এধরনের সিলিন্ডারের দাম দাঁড়াল ১০২৯ টাকা। অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বই এবং দিল্লিতে রান্নার সমপরিমাণ এলপিজি গ্যাসের দাম দাঁড়িয়েছে ১০০৩ টাকা এবং চেন্নাইতে দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের। কলকাতায় প্রথমবার হাজার টাকার গণ্ডি ছাড়ায় রান্নার গ্যাসের দাম। একই মাসে এবার দ্বিতীয়বারের জন্য বাড়ল গ্যাসের দাম।

শুধুমাত্র ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম নয়, বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরও মূল্যও। আজ থেকে আরও ৮ টাকা বাড়ল এধরনের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে দিতে হবে ২৪৫৪ টাকা। মুম্বইয়ে এধরনের সিলিন্ডারের দাম পড়বে ২৩০৬ টাকা ও দিল্লিতে দাঁড়াবে ২৩৫৪ টাকায়। সিলিন্ডারের দাম বাড়ার অর্থ আরও দামী হবে রেস্তরাঁয় খাওয়ার খরচ।

gas lp cylinder

প্রসঙ্গত উল্লেখ্য, গত দু’বছর লকডাউন চলার পর বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দু’বছরে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এরই মধ্যে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর