বাংলা হান্ট ডেস্কঃ জুনের পর জুলাই মাসের শুরুতেও স্বস্তি। আমজনতার জন্য সুখবর দিয়ে পয়লা তারিখে দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। আজ পয়লা জুলাই দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। এর আগে মে, জুন মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। সেই ধারা অব্যাহত রেখে এবারও দাম কমল LPG সিলিন্ডারের। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।
ফের দাম কমল গ্যাসের | Liquefied Petroleum Gas
সোমবার রাতেই তেল বিপণন সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। যার জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে।
মঙ্গলবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছে। দিল্লিতে, আজ থেকে ১৯ কেজির সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য ১৬৬৫ টাকা হল। কলকাতায় ৫৭ টাকা কমেছে। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG) দাম কম দিতে হবে গ্রাহকদের।
তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। তবে আমজনতার পকেটে স্বস্তি আসে নি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ১৪ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি।
আরও পড়ুন: টানা ৬ দিন ভারী বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গে! আজ আরও বাড়বে বর্ষণ? রইল আপডেট
অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি। কারণ ১৯ কেজির সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান বা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয়। কলকাতায় ৮৭৯ টাকায় বিক্রয় হচ্ছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার।