বছর শুরুতেই LPG গ্রাহকদের জন্য বড় সুখবর! আজ থেকে দাম কমল গ্যাস সিলিন্ডারের

বাংলাহান্ট ডেস্ক : পথ চলা শুরু করল ২০২৪। নতুন বছরকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। প্রত্যেকটা মানুষের নতুন বছরে রয়েছে একে অপরের জন্য শুভকামনা। সবাই অপেক্ষা করে রয়েছে নতুন বছরে ভালো কিছু হওয়ার। তবে নতুন বছরের শুরুতেই বেশ ভালো খবর উঠে আসছে এলপিজি গ্রাহকদের জন্য।

কোটি কোটি এলপিজি গ্রাহকদের জন্য ২০২৪ সালের প্রথম দিনেই থাকছে সুখবর। নতুন বছরে এই খবরে অনেকের মন আনন্দে লাফিয়ে উঠবে। বছরের শুরুতেই দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। ১.৫০ টাকা থেকে ৪.৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজির বা গ্যাস সিলিন্ডারের দাম।

আরোও পড়ুন : প্রতি মাসে ১০০ জনের রাম মন্দির দর্শনের ব্যবস্থা করবেন শুভেন্দু, এইভাবে মিলবে বিশেষ সুবিধা

রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি দাম পরিবর্তন করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর আগে শেষ বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২২ ডিসেম্বর, ২০২৩ সালে। প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে সংস্থাগুলি।

আরোও পড়ুন: উদ্বোধনের দিনই বোমা হামলার মুখে অযোধ্যার রাম মন্দির! হুমকি ই-মেইল ঘিরে শোরগোল

১লা জানুয়ারি ২০২৪ এ ফের একবার সংশোধন করা হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা কমেছে দিল্লিতে। দাম সংশোধন করার পর দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে  ১৭৫৫.৫০ টাকা। গতকাল অব্দি দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম পড়ছিল ১৭৫৭ টাকা।

lpg price 103267353

তবে ৫০ পয়সা দাম পরিবর্তন হয়েছে কলকাতায়। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৮৬৯ টাকা। ১৭১০ টাকা থেকে কমে ১৭০৮.৫০ টাকা বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে মুম্বাইতে। যদিও ১৪ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। গত বছর আগস্টে ২০০ টাকা করে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়। এছাড়াও বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর