কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে বেচা হল কোটি টাকার মদ! সুরা বিক্রির অংকটা শুনলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগান্তর ধরে তারাপীঠ সাধারণ মানুষের কাছে বিশ্বাস ও ভরসার প্রতীক। তারাপীঠ বহু বিখ্যাত সাধকদের উপাসনা স্থল। দেশ-বিদেশ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসেন এই সিদ্ধ পিঠে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে প্রতিবছর বহু মানুষের সমাগম হয়। সাধারণ পুণ্যার্থী থেকে শুরু করে তন্ত্রসাধক, এদিনটির অপেক্ষায় থাকেন অনেকেই।

তারাপীঠে এই বছর গতবছরের তুলনায় কয়েকগুণ বেশি ছিল ভক্তদের ঢল। সিদ্ধি লাভের আশায় ভিন রাজ্য থেকেও বহু সাধক এই দিনটায় আসেন তারাপীঠে। তারাপীঠের শ্মশান ও মন্দির চত্বর যখন এদিন থাকে ভিড়ে ভর্তি, তখন মদের দোকানগুলিতেও দেখা যায় জন অরণ্য। গতকালের কৌশিকী অমাবস্যায় তারাপীঠের বিভিন্ন দোকান থেকে বিক্রি হয়েছে কোটি টাকারও বেশি মদ।

   

আরোও পড়ুন : পুজোয় বাংলাকে দুর্দান্ত উপহার হাসিনার! বাজার ছেয়ে যাবে ৫ হাজার টন ইলিশে, কমবে দামও

তারাপীঠের মদের দোকানগুলিতে ২০১৯ সালে অর্থাৎ করোনা মহামারীর আগে রেকর্ড ৬ কোটি টাকার মদ বিক্রি হয় এই দিনে। এরপর সরকারি নির্দেশ অনুযায়ী ২০২০ ও ২১ সালে বন্ধ থাকে মন্দির ও মদের দোকান। গত বছরের কৌশিকী অমাবস্যায় বিধি নিষেধ না থাকলেও অপেক্ষাকৃত কম ছিল দর্শনার্থীর সংখ্যা। এর ফলে বিক্রি হয়েছিল কম পরিমাণ মদ।

img 20230914 223643

এবছর সন্ধ্যা থেকে ভিড় বাড়তে শুরু করে তারাপীঠে। অন্যদিকে বেশ লোকসমাগম দেখা যায় মদের দোকানগুলিতেও। কৌশিকী অমাবস্যার আগের দিন অর্থাৎ ১৩ ই সেপ্টেম্বর আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী তারাপীঠে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ লক্ষ টাকার মদ। তবে গতকাল অর্থাৎ অমাবস্যার দিন তারাপীঠের মদের দোকানগুলি থেকে বিক্রি হয়েছে ১ কোটি ১০ লক্ষ – ১ কোটি ২০ লক্ষ টাকার মদ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর